1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 12:30 pm

তালবাড়িয়া বালুঘাট থেকে খুন হওয়া যুবকরে লাশ উদ্ধার ঘটনায় ॥ পিবিআই কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন এবং ঘাতক শামছুল আটক

  • প্রকাশিত সময় Monday, February 1, 2021
  • 314 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক গত ১৯ জানুয়ারী যুবক জাহাবুল (২২) পিতামোঃ সাইফুল ইসলাম, সাংশাকদহচর, থানামিরপুর, জেলাকুষ্টিয়া নিজ বাড়ি থেকে নিজস্ব হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী নিয়ে ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামস্থ জনৈক জসীমের ইট ভাটার মাটি টানার উদ্দেশ্যে বের হয়। এরপর সে নিখোঁজ থাকলে তার আতœীয় স্বজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে গত ২৪ জানুয়ারী নিখোঁজ সংক্রান্তে তার ভাই মোঃ মাহবুল ইসলাম মিরপুর থানার সাধারন ডায়েরী করেন, যার নং৯৭০। পরবর্তীতে গত ২৯ জানুয়ারী ১০:০০ ঘটিকার সময় মিরপুর থানাধীন তালবাড়ীয়া পুরান বালুর ঘাটে ফাঁকা জায়গায় জনৈক মোঃ ফরহাদ হোসেনের বালুর স্তুপের উপরিভাগে বালু দিয়ে ঢাকা অবস্থায় খুন হওয়া যুবক জাহাবুলের অর্ধগলিত লাশ পাওয়া গেলে সংক্রান্তে মিরপুর থানার মামলা নং ২৭, তারিখ ২৯/০১/২০২১ খ্রিঃ, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহনের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সুপার মোঃ শহীদ আবু সরোয়ার, পিবিআই, কুষ্টিয়া এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ বিল্লাল কাজী তাঁর টিমসহ জাহাবুল হত্যার একমাত্র আসামী মোঃ শামসুল (২৭), পিতাফরুসর্দার, সাং নওদাগোবিন্দপুর, থানামিরপুর, জেলাকুষ্টিয়াকে ভেড়ামারা থানাধীন আদম বেপারীপাড়া গ্রাম থেকে গ্রেফতারসহ ভিকটিমের ব্যবহৃত হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী মোবাইল ফোন উদ্ধার করে। আসামী মোঃ শামসুল (২৭) বিজ্ঞ আদালতে জাহাবুল হত্যাকান্ডের কথা স্বীকার করে জানায় যে সে ট্রলিটি হাতিয়ে নেওয়ার লোভে হ্যান্ডেল দিয়ে পেছন দিক থেকে জাহাবুলের মাথায় পর পর / টি আঘাত  করে হত্যা করে মর্মে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640