1. nannunews7@gmail.com : admin :
May 1, 2024, 8:36 pm

আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরাতে বিসিবির  সিদ্ধান্তের সাথে একমত সুজন

  • প্রকাশিত সময় Thursday, April 18, 2024
  • 7 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ।।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তকে সঠিক মনে করছেন  আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, দেশ সবার আগে।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। এখন অবধি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিলো তাকে। তবে পরবর্তীতে একদিন বাড়িয়ে পহেলা মে চেন্নাইয়ের ম্যাচে তাকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এবপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন মুস্তাফিজ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনীর ম্যাচ শেষে সুজন  বলেন, ‘ আমি মনে করি দিন শেষে দেশকেই এগিয়ে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘সে (মুস্তাফিজ) যদি পুরো আইপিএল খেলতো, তাহলে আমি খুশি হতাম। জাতীয় দলের সিরিজ না থাকলে কোন সমস্যা হতো না। এখন অনেকেই যুক্তি দিবে আইপিএল খেলছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু আপনাকে বুঝতে হবে, আমাদের কাছে মুস্তাফিজুরের মত ১০-১২ জন খেলোয়াড় নেই। বিষয়টি  আমাদের মাথায় রাখতে হবে।’
সুজনের  মতে, আন্তর্জাতিক ক্রিকেটের পরিবর্তে আইপিএলে নিজ দেশের খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়াটা বিশ্বের অন্যান্য দেশের বোর্ডের জন্য স্বাভাবিকই। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানোর ব্যাপারে সঠিক সিদ্বান্ত নিয়েছে বিসিবি।
গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, আইপিএল খেলে এখন আর শেখার কিছু নেই মুস্তাফিজের।
জালালের বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন সুজন বলেন, তিনি (জালাল ইউনুস)হয়তো ক্লান্তির বিষয়টি বুঝাতে চেয়েছেন। সুজন  বলেন, ‘আপনি সব জায়গা থেকে শিখতে পারেন। আমার মনে হয়, তিনি (জালাল) হয়তো এটা বোঝাতে চাননি। সম্ভবত তিনি বোঝাতে চেয়েছিলেন, অনেক বছর ধরে খেলছেন মুস্তাফিজ। তানজিম হাসান সাকিবের মতো তরুণ পেসার নন। ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ অনেক বড় নাম, সম্ভবত তেমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। আর এ কারনেই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারেন ভারতের তরুণ পেসাররা।’
সুজনের  মতে, কাজের চাপ কমানোর জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজকে।
তিনি বলেন, ‘জিম্বাবুয়েকে হারাতে মুস্তাফিজকে প্রয়োজন নেই বাংলাদেশের। মুস্তাফিজের কাজের চাপ কমানোর কথাও বলেছেন জালাল ভাই। এজন্য হয়তো প্রথম দুই ম্যাচেও খেলবেন না ফিজ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640