1. nannunews7@gmail.com : admin :
July 27, 2024, 1:01 am
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

কুমারখালীতে মান্নান খান, মিরপুরে আব্দুল হালিম, দৌলতপুরে টোকেন চৌধুরী ও ভেড়ামারায় আবু হেনা মস্তোফা কামাল চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিত সময় Tuesday, May 21, 2024
  • 46 বার পড়া হয়েছে

কুষ্টিয়ার চারটি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

কাগজ প্রতিবেদক ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার ৪ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কুমারখালীতে আব্দুল মান্নান খান, মিরপুরে এ্যাডঃ আব্দুল হালিম, দৌলতপুরে টোকেন চৌধুরী ও ভেড়ামারায় বিনাপ্রতিদ্বন্দীতায় আবু হেনা মস্তোফা কামাল চেয়ারম্যান নির্বাচিত । ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এবং বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। সকাল ৮টার পর
নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ভোট গ্রহনের দিনভর ভোট কেন্দ্রগুলোর অধিকাংশই ছিলো ভোটার শুন্য।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম (দোয়াত কলম) মার্কা প্রতিকে ৭১ হাজার ৫শ ১৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা কামাল হোসেন (আনারস) মার্কা প্রতিকে ২৫ হাজার ৩শ ৪০ ভোট পেয়েছেন।
কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্না খাঁন (আনারস) মার্কা প্রতিকে ৬০ হাজার ৯শ ১০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোরশেদ পিটার (মোটরসাইকেল) প্রতিকে ৪২ হাজার ২শ ৭৯ ভোট পেয়েছেন।
দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহম্মেদ চৌধুরী টোকেন (আনারস) প্রতিকে ১ লাখ ৩ হাজার ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান (ঘোড়া) মার্কা প্রতিকে ৩হাজার ৩শ ভোট পেয়েছেন। এছাড়া ভেড়ামামারা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আবু হেনা মস্তফা কামাল মুকুল। মিরপুর উপজেলায় চেয়ারম্যান বিজয়ী হওয়ার সংবাদে উপজেলা পরিষদের নবাগত এই চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২য় ধাপে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বিবি করিমুন্নেছা। এসময় উপজেলার নির্বাচনী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মিরপুরে ভাইস চেয়ারম্যান পদে আবুল কাশেম জোয়ার্দ্দার তালা প্রতীকে ৪৫হাজার ৯শত ১৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাসুদুর রহমান টিউবওয়েল প্রতীকে ২৮হাজার ৩শত ২৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন, সোহাগ আহম্মেদ উড়োজাহাজ প্রতীকে ৫হাজর ৩শত ৮১ভোট ও শাকিলুর রহমান টিয়া পাখি প্রতীকে ১৭হাজার ৩শত ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা খাতুন হাস প্রতীকে ৫৪হাজার ৯শত ৪৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাড. মর্জিনা খাতুন কলস প্রতীকে ৪০হাজার ৯শত ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার এবং স্টাকিং ফোর্স হিসেবে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব টহল মোতায়েন ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640