1. nannunews7@gmail.com : admin :
May 1, 2024, 10:23 pm

ইরান ইসরাইল ইস্যুতে ‘উদ্বিগ্ন’ রাশিয়া

  • প্রকাশিত সময় Tuesday, April 16, 2024
  • 16 বার পড়া হয়েছে

এনএনবি : ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বলছে, ইসরাইলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে তারা ‘অত্যন্ত উদ্বিগ্ন’।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা এ অঞ্চলের সব দেশকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধি করে কারো লাভ নেই। তাই অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

এদিকে রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার’ অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করবে, তবে ইসরাইলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পালটা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরাইলি ভূখ-ে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640