1. nannunews7@gmail.com : admin :
July 27, 2024, 12:30 am
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

‘স্বাস্থ্যহীন ইট পাথর যাচ্ছে ভরে গ্রাম শহর,

  • প্রকাশিত সময় Friday, June 16, 2023
  • 332 বার পড়া হয়েছে

‘হেলদি কংক্রিট‘ ধারণার প্রথম উদ্ভাবক প্রকৌশলী হাসানুল বান্না রচিত থিম সং শিঘ্রই আসছে..

কাগজ প্রতিবেদক ॥ প্রকৌশলী হাসানুল বান্না রচিত হেলদি কংক্রিট বিষয়ক গানটি খুব শিঘ্রই ইউটিউব চ্যানেলে আসছে। ইতিমধ্যে গানের কথা এবং বিষয় বস্তু দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রখর চিন্তার অধিকারী হাসানুল বান্না বরাবরই বিশ্বাস করেন জ্ঞান সকলের মাঝে যত ছড়িয়ে দেয়া যাবে জ্ঞানের ততই বিকাশ ঘটতে থাকবে। শিক্ষাজীবনে সকল ক্ষেত্রে তার উল্লেখ্য বিস্তার থাকলেও সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল তার সবচেয়ে পছন্দের বিষয়। কংক্রিট এবং সিভিল ইঞ্জিনিয়ার একে অপরের পরিপূরক। তার এই চিন্তারই ফল আজকের এই “হেলদি কংক্রিট”। যার মূল লক্ষ্যই হলো মানষুকে কংক্রিট সম্পর্কিত সঠিক জ্ঞান বা তথ্য দিয়ে নির্মাণ শৈলী সম্পর্কে কৌতুহলী করে ভবনকে আরও মজবুত ও স্থায়ী করে তোলা। তিনি মনে করেন আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তি, স্থিতিশীল অর্থনীতির পাশাপাশি প্রয়োজন গ্রামীণ অবকাঠমোগত উন্নয়নের। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নই হলো আধুনিক দেশ গড়ার সফলতার মূলমন্ত্র। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলী হাসানুল বান্না সারা বাংলাদেশে সকলকে সচেতন করার লক্ষ্যে তিনি একটা গান রচনা করেছেন, যার উপজীব্য বিষয় হলো কিভাবে কংক্রিটকে হেলদি করা যায়। মানব শরীরের মতো কংক্রিট-এর স্বাস্থ্য আছে। গানটি তিন বছর ধরে লিখেছেন তিনি। গানটি সুর করেছেন আনাহোলী, গাইবেন এই সময়ের জনপ্রিয় “ভাল লাগেনা” গানের শিল্পী সুমি শবনম এবং “রোদ্দূর হাসি” খ্যাত গানের শিল্পী নীরব।
এই গানটির মিউজিক কম্পোজিশন এর কাজে ব্যস্ত জনপ্রিয় কম্পোজার সজীব দাস। গানটির কাজ শেষে মিউজিক ভিডিও এর কাজ শুরু হবে এবং “হেলদি কংক্রিট” এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে প্রকৌশলী হাসানুল বান্না জানিয়েছেন। দেশের হেলদি কংক্রিট সচেতন মানুষ উন্মুখ হয়ে আছেন গানটি দেখা ও শোনার জন্য। আশা করা যায় বাংলাদেশসহ বিশ্বে প্রথম বারের মতো এমন সচেতনতার উদ্যেগ;পাশাপাশি সারা বাংলাদেশে তিনি সেমিনার করবেন গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সকলকে সচেতনতার উদ্দেশ্যে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। নিচে গানটি পুরো তলে ধরা হলো, স্বাস্থ্যহীন ইট পাথর
যাচ্ছে ভরে গ্রাম শহর ,দ্বিধাহীন ইচ্ছেরাস্বপনেরা করে জেরা। (২) অপুষ্টি রোগে কংক্রিট ভোগে গড়ে ওঠে নড়বড়ে ভিত,
ভালো উপাদানে সঠিক মিশ্রনে… স্বাগত জানাই হেলদি কংক্রিট… চাই হেলদি কংক্রিট, চাই হোক হেলদি কংক্রিট ,
হোক হেলদি কংক্রিট।। জোছনায় ভিজে শুদ্ধ হোক নিজে, জানান দিক মনের অবস্থান, নকশায় তাই মিতব্যায়িতা চাই চাই নান্দনিক স্থায়ী সমাধান। যা চাই নকশায় যেন পাই বাস্তবতায় ধবনীত হোক কৌশলেরই সংগীত।। সঠিক মিশ্রনে শৈল্পিক শ্রমে
স্বাগত জানাই হেলদি কংক্রিট… চাই হেলদি কংক্রিট, চাই হোক হেলদি কংক্রিট , হোক হেলদি কংক্রিট।। স্বাস্থ্যবান কংক্রিটে উপহার জোটে সুস্থ সবল বাড়ি, আয়ু বাড়লে বন্ধ হলে অনাথ জলের আড়ি।
পরিকল্পনায় সপ্ন সাজায় হোক কৌশলেরই জিত।। সঠিক মিশ্রনে শৈল্পিক শ্রমে স্বাগত জানাই হেলদি কংক্রিট…চাই,

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640