আমলা অফিস ॥ ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে কৃষি বিষয়ক লাইব্রেরি ও সংগঠন কৃষকের বাতিঘর। সংগঠনটির সভাপতি শামসুল হক এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি খুবই অযৌক্তিক। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে কৃষক, শ্রমিক ও সীমিত আয়ের মানুষ দিশেহারা। তাদের ‘নুন আনতে পান্তা ফুরায় অবস্থা’। ঠিক সেই সময় বিশ্বব্যাপী খাদ্য সংকটের মুখে দেশে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে কৃষকদের যেখানে প্রণোদনা দেবার প্রয়োজন সে সময় ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ৬ টাকা বৃদ্ধি করে উৎপাদন খরচ বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, কৃষক ফসল উৎপাদন করে বাজার সিন্ডিকেটের কবলে পড়ে সার-বীজ-কীটনাশক-সেচ বেশি দামে ক্রয় করে নিয়মিত লোকসান দিয়ে আসছে। কৃষি উৎপাদনের অন্যতম উপকরণ সার, এই সারের ডিলাররা অতি মুনাফার লোভে সংকট সৃষ্টি করে কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করে। এরই মধ্যে সরকার ১৬ টাকা কেজি ইউরিয়া সার ৬ টাকা বৃদ্ধি করে ২২ টাকা করেছে। সারের মূল্য বৃদ্ধিতে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। আগামী বোরো মৌসুমে অতিরিক্ত দামে সার ক্রয়ের দুশ্চিন্তায় অনেক কৃষক ধান উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছে। এছাড়া সারের মূল্য না বাড়িয়ে বরং অন্যান্য খাতে ভর্তুকি সমন্বয় করে সারসহ কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি করা প্রয়োজন বলে বলা মন্তব্য করা হয় কৃষকের বাতিঘরের বিবৃতিতে। বলা হয়, জাতীয় আয়ে কৃষক সর্বোচ্চ ভূমিকা রাখে। এই জাতীয় বীর কৃষকদের রক্ষা করার জন্য, কৃষির উৎপাদন বৃদ্ধির প্রয়োজনেই অবিলম্বে ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। আর সারের ডিলারদের সিন্ডিকেট ভেঙে বিএডিসির মাধ্যমে সারসহ সকল প্রকার কৃষি উপকরণ বিতরণ করার দাবিও জানায় তারা।
Leave a Reply