1. nannunews7@gmail.com : admin :
July 27, 2024, 12:15 am
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

নতুন কোন করারোপ ছাড়াই কুষ্টিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন

  • প্রকাশিত সময় Wednesday, June 1, 2022
  • 86 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। গত ৩১ মে ২০২২খ্রিঃ কুষ্টিয়া পৌরসভার ম. আ. রহিম মিলনায়তনে পৌর পরিষদের ১৬তম মাসিক সভায় এ বাজেট অনুমোদন হয়। নতুন কোন করারোপ ছাড়াই ২০২২-২৩ অর্থ বছরের ১৫১ কোটি ৩২ লাখ ৮২ হাজার ৯ শত ২৫ টাকার বাজেট অনুমোদন দেয় পৌর পরিষদ। কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র জননেতা আনোয়ার আলীর নেতৃত্ব বর্তমান পরিষদের ২য় জনকল্যাণমুখি এ বাজেট অনুমোদন করা হয়। বাজেট বক্তৃতায় মেয়র আনোয়ার আলী বলেন, পৌরবাসীর সাধ আর পৌরসভার সাধ্যের সমন্বয় করার মধ্য দিয়ে আরও একটি বছর অতিক্রম করলো কুষ্টিয়া পৌরসভা। এটি বর্তমান পৌর-পরিষদের দ্বিতীয় বাজেট। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি আমার পৌর-পরিষদের সম্মানিত সদস্যবৃন্দকে এবং পৌরবাসীকে যারা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। একই সাথে আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, পৌর-পরিষদ তথা পৌরবাসীর স্বপ্ন পূরনের লক্ষ্যে তাদের নিরলস পরিশ্রমের জন্য। ১৮৬৯ সালের ০১ এপ্রিল প্রতিষ্ঠিত কুষ্টিয়া পৌরসভা উন্নয়নের বিচারে আজ বাংলাদেশের একটি অন্যতম উন্নত পৌরসভা। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে এই অর্জনকে টেকশই করাই আমাদের মূল লক্ষ্য। মেয়র বলেন , পৌরসভার সীমিত আয়ের মাধ্যমে ৪২.৭৯ বর্গ কিঃমিঃ আয়তনের বিশাল আকৃতির এই পৌরসভার সামগ্রিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অর্থনৈতিক ক্ষতির রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুল্যস্ফিতি বেড়ে দেশের অর্থনীতি আবার হুমকির মুখে, যা পৌরসভার এই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। তবে আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে সহযোগিতা করবে পৌরসভার চলমান তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্প, প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প, আরবান প্রাইমারী হেল্থ কেয়ার ও সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, এসএনভি’র সহায়তায় সিটি ওয়াইড ইনক্লসিভ স্যানিটেশন প্রকল্প সহ অনান্য প্রকল্পসমূহ। প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার হরিজন পল্লীতে ৪ তলা বিশিষ্ট ৪টি আধুনিক আবাসিক ভবন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এছাড়া, কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে “মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম” শুরু হতে যাচ্ছে। যা কুষ্টিয়া শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্প সহায়তা ছাড়াও ইতোমধ্যে নিজস্ব উদ্যোগে শহরের সামগ্রিক উন্নয়নকে পৌরসভার সম্প্রসারিত এলাকায় ছড়িয়ে দেয়ার প্রয়াসে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, আমাদের দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের  প্রভাব মোকাবিলায় সাহয়ক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক মানের ট্রাক টার্মিনাল নির্মাণ, ম.আ. রহিম সুপার মার্কেট নির্মাণ, কর্মজীবি মহিলা হোস্টেল ও তাদের বাচ্চাদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ, ই-সেবা নিশ্চিতকরনের  মাধ্যমে ডিজিটাল পৌরসভা গঠন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহার, ইত্যাদি। মেয়র আরও বলেন, বিশ^ায়নের এই যুগে সীমিত সম্পদের মাধ্যমে পৌরবাসীর ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা পূরণ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কিন্তু আমার বিশ^াস পৌর-পরিষদের সম্মানিত সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং পৌরবাসীর সচেতন অংশগ্রহনের মাধ্যমে এই চাহিদা পূরনে সক্ষম হবো ইনশাল্লাহ। আর এই বিশ^াস বুকে নিয়ে পৌরবাসীকে আরও আধুনিক ও টেকশই সেবা প্রদানের লক্ষ্যে আমি কুষ্টিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থ-বছরের জন্য ১৫১,৩২,৮২,৯২৫.০০ (একশত একান্ন কোটি বত্রিশ লক্ষ বিরাশি হাজার নয়শত পচিঁশ) টাকার পূর্ণাঙ্গ বাজেট ঘোষনা করেছি। এবারের বাজেটে রাজস্ব খাতে ৩৪ কোটি ১৫ লাখ ৫০হাজার ১ শত ০৭ টাকা এবং উন্নয়নমুখী  বাজেটে বর্জ্য ব্যবস্থাপনায়, রাস্তা, ড্রেন, অফিস ভবন, সড়ক বাতি, পানি ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ১১২ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৮০০ শত টাকা এবং স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৫ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকার উন্নয়ন কাজের বরাদ্দ রাখা হয়েছে। পৌর পরিষদের এ মাসিক সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ শাহিন উদ্দিন , প্যানেল মেয়র-২ আনিছুর রহমান আনিছ, প্যানেল মেয়র-৩ আফরিদা আফরিন রেখা, কাউন্সিলর হালিমা খাতুন (বন্নি), পারভীন হোসেন, রীনা নাসরিন, কানন আহমেদ, মোছাঃ আনার কলি,  মিসেস আনোয়ারা ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, খন্দকার মাজেদুল হক, এস এম আতাউল গনি ওসমান, মোঃ রক্তিম উদ্দিন, মোঃ সাইফ-উল-হক- মুরাদ, নজরুল ইসলাম, এইচ এম তানভীর নবেল, শেখ কৌশিক আহম্মেদ , সাবাউদ্দিন সওদাগর, কিশোর কুমার ঘোষ ,আনিচ কোরাইশী,মোঃ মাহাবুবুর রহমান, মহিদুল ইসলাম, আবু জাহিদ, ওলিউল্লাহ, শাহ জালাল, মীর রেজাউল ইসলাম বাবু, এজাজুল হাকিম, মোঃ সোহেল রানা (আশা) ও পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640