1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 8:09 am

কুমারখালীতে বাড়ছে শব্দ-বায়ু দূষণ, হুমকিতে গ্রামীণ জীবনব্যবস্থা

  • প্রকাশিত সময় Wednesday, January 12, 2022
  • 82 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামীণ সড়ক গুলো দখলে রেখেছে সেলোইঞ্জিন চালিত  যানবহন গুলো। তাদের নেই সড়কের অনুমোদন পত্র। হার্ডি (মজবুত) ব্রেক না থাকলে যানবাহন গুলো চলে বেপরোয়া গতিতে। বিকট শব্দ করে চলা এই যানবাহনে বাজানো হয় হাইড্রোলিক্স হর্ণ।যানবহনে বালু, ধূলা, মাটিসহ যাবতীয় মালামাল বহনের সময় থাকেনা ঢাকনা। এতে শব্দ ও বায়ু দূষণে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণি পেশার মানুষ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাঁদের বাড়ছে জীবনের ঝুঁকি। অপরদিকে এই অবৈধ যানবাহনের ফলে গ্রামীণসড়ক পড়েছে হুমকির মুখে। তবে প্রতিকারে নেই প্রশাসনের তৎপরতা। গাড়ি গুলোর সংখ্যাও জানা নেই পুলিশের। এদিকে উপজেলা প্রশাসন বলছে যানবহনের মালিকদের সাথে বিষয় গুলো নিয়ে খুব শীঘ্রই বসা হবে। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কিন্তু পুলিশ বলছে গ্রামীণ জনপদে চলে এই অবৈধ যানবহন গুলো। গ্রামাঞ্চলের জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। ফলে কিছুই করার নেই পুলিশের। উপজেলার যদুবয়রা, পান্টি, বাগুলাট, চাপড়া, শিলাইদহে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক ঘুরেঘুরে দেখা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুষ্ক মৌসুমে চালু হয় ইটের ভাটা। শুরু হয় নদী ও মাঠ থেকে মাটি ও বালু উত্তোলন। আর এগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হয় সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা, বাটাহাম্বা সহ বিভিন্ন নামের অবৈধ যানবাহন গুলো। সড়কে প্রায় ৫ থেকে ৭ মিনিট পরপর দেখা মেলে যানবহন গুলোর। যানবাহন গুলোর নেই হার্ডি ব্রেক, তবুও চলে বেপরোয়া গতিতে। বিকট শব্দ করে চলে এগুলো। প্রতিটি গাড়িতেই বাজানো হয় হাইড্রোলিক্স হর্ণ। এছাড়াও সড়কের পাশের দোকানপাট ও ঘরবাড়ি গুলোতে ধূলায় ভরে যায়। গ্রামীণ সড়ক গুলো নির্মাণের অল্পদিনেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শব্দ ও বায়ু দূষণে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণি পেশার মানুষ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। বাড়ছে তাঁদের জীবনের ঝুঁকি। এলাকাবাসী আরো জানায়, অবৈধ এই সেলোইঞ্জিন চালিত যানবহনের চালরা অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক। তাঁদের নেই ড্রাইভিং সনদ। নানা অসঙ্গি থাকলেই নেই প্রশাসনের কোন তৎপরতা। প্রশাসনের নাকের ডগায় চলে এগুলো। গত শনিবার বিকেলে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় গিয় দেখা যায়, বেপরোয়া গতি আর হাইড্রোলিক্স হর্ণ বাজিয়ে সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা নামক যানবহনে করে কর্দমা যুক্ত মাটি নেওয়া হচ্ছে ইটের ভাটায়।আর গড়াই নদী থেকে বালু উত্তোলন করে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।কিন্তু গাড়িতে নেই কোন ঢাকনার ব্যবস্থা। ফলে বালু উড়ে উড়ে পড়ছে আর কাঁদামাটিও গড়ে গড়ে পড়ছে। এতে পিছনের যানবহন আর আর মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে। এসময় জয়বাংলা বাজারে কথা হয় আরিফ নামের এক চালকের সঙ্গে। তিনি বলেন, ‘ কিছুই করার নেই। এই গাড়ি এমনই চলে। রাস্তার এরকম পড়েই।’ পলাশ হোসেন। চৌরঙ্গী বাজার চৌরাস্তা মোড়ের একজন মিষ্টান্ন দোকানদার। তিনি বলেন, ‘ সড়ক ঘেষেই খাবারের দোকান আমার। বেপরোয়া গতিতে উচ্চ শব্দ করে মিনিটে মিনিটে চলে লাটাহাম্বা। নেই কোন বেল ব্রেক। গাড়িতে থাকেনা ঢাকনা। ধূলা বালি উড়ে এসে দোকান ভরে যায়। খাবার নষ্ট হচ্ছে। দেখার কেউ নেই। সমাজ সচেতন ও সংগীত শিল্পী সালেহ বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা পুরতন বাজার এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘ যদুবয়রা পুরাতন বাজার এলাকায় এক কিলোমিটারের ব্যাপক ঘনবসতি এবং প্রাথমিক ও মাধ্যমিক দুইটা শিক্ষা প্রতিষ্ঠান। বাজার হইতে স্কুলের সামনের সড়কটি খুবই সরু। এই সড়ক দিয়েই অতিরিক্ত গতিতে চলে মরনঘাতি সেলোইঞ্জিন চালিত অবৈধতা যান গুলো। যেকোন সময় প্রাণহানি দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা বলেন, ‘ লাটাহাম্বার বিকট ভটভট – ঝনঝন শব্দে শুনে খুব সকালে ঘুম ভাঙে। স্কুলে যাওয়ার সময় রাস্তায় খুব ভয়ে ভয়ে চলাচল করি। মনে হয় এই বুঝি প্রাণটা গেল। এথেকে মুক্তি চাই’  শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর গ্রামের কলেজ ছাত্র সাব্বির হোসেন। তিনি বলেন, ‘ আমার ইউনিয়নে অসংখ্য ইটের ভাটা। ভাটা গুলোতে পরিবহন হিসেবে সেলোইঞ্জিন চালিত গাড়ি গুলো ব্যবহৃত হয়। এতে গ্রামীন সড়ক গুলোর বেহাল দশা। তাছাড়াও প্রতিবছরই এই গাড়ির আমার ইউনিয়নে প্রাণহানির ঘটনা ঘটে।’ যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ইমদাদুর রহমান সবুজ বলেন, সড়কের পাশেই বাড়ি। বাবা অসুস্থ। বিকট শব্দে লাগামীন গতিতে চলে। এর অত্যাচারে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিৎ। উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও ভোরের কাগজের কুমারখালী প্রতিনিধি হাবীব চৌহান বলেন, ‘ বিষয়টি নিয়ে প্রতিমাসিক আইনশৃঙ্খলা সভায় কথা বলা হয়। কিন্তু প্রতিকার নেই। এরসাথে রাজনৈতিক ছত্রছায়া থাকতে পারে।’ এবিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, ‘ সেলোইঞ্জিন চালিত যানবহন গুলোর সরকারি কোন অনুমোদন নেই। গাড়ি গুলোর কোনো শুমারি আমাদের নেই। তবে মাঝেমাঝেই অভিযান চালানো হয় মহাসড়কে। ‘ তিনি আরো বলেন, ‘ যেহেতু গাড়ি গুলোর ট্রাফিক বৈধতা নেই, তাই গতিসহ কোন বিষয়েই কিছু করার নেই। আর গ্রামীণ সড়কে ট্রাফিক পুলিশ দেওয়ার সুযোগ নেই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘ ডিজেল পোড়ানো যানবহনে কালো ধূয়া নিগৃত হয়।এতে শ্বাসঃকষ্ট, হাঁপানী সহ বিভিন্ন রোগ হতে পারে। আর শব্দ দূষণে কাঁনের সমস্যা হয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘ গাড়ি গুলোর বিআরটিএ এর অনুমোদন নেই। তবে এগুলো নিয়ে কি করা যায় সেবিষয়ে চালক ও মালিকদের সাথে খুব শীঘ্রই বসা হবে। আর লিখিত কোন অভিযোগও নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640