1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 5:04 am

কুমারখালীতে কচ্ছপ গতিতে চলছে সেতুর কাজ

  • প্রকাশিত সময় Monday, January 3, 2022
  • 82 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাস্তার ওপর খনন করা পুকুরে সেতুর নির্মাণকাজ শুরু  হয়েছে। তবে কাজ চলছে কচ্ছপ গতিতে। এ ছাড়া সেতু এলাকায় টাঙানো হয়নি নির্মাণকাজের কোনো সাইনবোর্ড। সোমবার সকালে নির্মাণাধীন সেতু এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের কাঁচিকাটা স্থানের ওপর কাটা পুকুরে দুজন শ্রমিক সেতু নির্মাণের কাজ করছেন। কিন্তু নির্মাণাধীন এলাকায় নেই কোনো দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। আবার রাস্তার মধ্যে থাকা নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে যত্রতত্রভাবে। জানা যায়, উপজেলার চাঁদপুর, বাগুলাট ও পান্টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। এ ছাড়া পার্শ্ববর্তী শৈলকূপা উপজেলার একাংশ কুষ্টিয়া শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই সড়ক দিয়ে। ফলে যাতায়াতকারীদের কাছে সড়কটি বেশ গুরুত্বপুর্ণ। কিন্তু কাঁচিকাটা এলাকার সেতুটি প্রায় এক বছর পূর্বে নতুন করে নির্মাণের জন্য ভাঙা হয়েছিল। ভেঙে সেখানে কাঁটা হয় একটি পুকুর। চলাচলের জন্য বিকল্প সড়ক না থাকাতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এলাকা সূত্রে জানা যায়, মানসম্মত বিকল্প সড়ক নির্মাণের কথা বলা হলে ঠিকাদারের লোকজন নানা ধরনের হুমকি দিতেন। পুকুর কাটার কিছুদিন পর ঠিকাদারের লোকজন ও শ্রমিকেরা চলে যান। পরে স্থানীয় উদ্যোগে বিকল্প সড়ক তৈরি করে চলাচল সচল করা হয়। এভাবেই কেটে যায় বছর। উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সূত্রে জানা গেছে, উপজেলার পান্টি বাজার আরএইচডি সড়ক থেকে বাঁশগ্রাম বাজার সড়কে (কাঁচিকাটা সেতু নামক স্থান) তিন মিটার দৈর্ঘ্য ও প্রস্থের বক্স সেতুর (কালভার্ট) অনুমোদন দেয় এলজিইডি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ ১২ হাজার ১৯৫ টাকা (চুক্তিমূল্যে)। সেতু নির্মাণের ঠিকাদার ছিলেন জেলার ভেড়ামারা উপজেলার ফারাকপুরের মো. নজরুল ইসলাম। মাত্র ৬০ দিন মেয়াদি এই সেতু নির্মাণের মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। এ বিষয়ে নির্মাণকাজের শ্রমিক রতন বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর ঠিকাদার কাজ শুরু করেছে। তবে কাজের জন্য নেওয়া হয়েছে কম লোক। আমরা দুজন সেতুর বেজ ঢালাইয়ের জন্য রড বাঁধার কাজ করছি।’ এ বিষয়ে কাজের ঠিকাদার নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আজ কমসংখ্যক লোক কাজ করছে। আস্তে আস্তে লোক বাড়ানো হবে। আশা করছি এক-দেড় মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে।’ চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার বলেন, কম শ্রমিকের কারণে কচ্ছপ গতিতে চলছে কাজ। আমরা দ্রত সেতুর বাস্তবায়ন চাই।’ এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, ‘সেতুর কাজ শুরু হয়েছে। তদারকি করা হচ্ছে। আশা করছি দ্রত সময়ের মধ্যে কাজ শেষ করবে ঠিকাদার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640