1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 5:04 am

কুমারখালীতে নৌকা ডুবাতে শেষ পর্যন্ত মাঠে সোচ্চার বিদ্রোহীরা

  • প্রকাশিত সময় Friday, December 24, 2021
  • 118 বার পড়া হয়েছে

ভোট গ্রহণ রবিবার

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলার এগারো ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর রবিবার। এ উপজেলায় সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের সব ধরণের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার সময় শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাত থেকে। এবারের নির্বাচনে কুমারখালী উপজেলার এগারোটি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নেই লড়াই হচ্ছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র নামে দলীয় বিদ্রোহী প্রার্থীদের। অধিকাংশ ইউনিয়ন এলাকা ঘুরে দেখাগেছে, এবার নৌকা ডুবাতে শেষ পর্যন্ত মাঠে চরম সোচ্চার বিদ্রোহী প্রার্থীরা। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার অধিকাংশ ইউনিয়নে নৌকার প্রার্থীদের চেয়েও বেশি কর্মীবাহিনী নিয়ে মাঠে সোচ্চার রয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। ১নং কয়া, ২নং শিলাইদহ, ৩নং জগন্নাথপুর, ৪নং সদকী, ৫নং নন্দলালপুর, ৬নং চাপড়া, ৭নং যদুবয়রা, ৮নং বাগুলাট, ৯নং চাঁদপুর, ১০নং পান্টি ও ১১নং চরসাদীপুর ইউনিয়নের নৌকার প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীদের সাথে উপজেলা পর্যায়ের দলীয় নেতারা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ও প্রকাশে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থীদের দাপট বেড়ে যাচ্ছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের কারণে দল থেকে বহিস্কারের হুমকী কিংবা বহিস্কার ঘোষনা করা হলেও অনেকেই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছেন। সে কারণে এগারো ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নেই নৌকার বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নামে দলীয় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে, ৪নং সদকী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আব্দুল মজিদ অভিযোগ করে বলেছেন, তাঁকে নির্বাচনী মাঠে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ও তাদের পরিবারের লোকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে নানাধরণের কুৎসা ছড়ানো হচ্ছে। সাধারন ভোটারদেকে নৌকা ছাড়া ভোট না দেওয়ার জন্যও হুমকী দেওয়া হচ্ছে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন। ৫নং নন্দলালপুর ইউনিয়নের নৌকার প্রার্থী নওশের আলী বিশ্বাস বলেন, তিনিও দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের ছাড়াই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধণাঢ্য ব্যবসায়ী পরিবারের সদস্য। দলীয় নেতাকর্মীদের অনেকেই প্রকাশ্যে ও গোপনে ধণাঢ্য ব্যবসায়ী পরিবারের প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করছেন। ২নং শিলাইদহ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সালাহ্উদ্দিন খান তারেক বলেন, তাঁর বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের অনেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও গোপনে কাজ করছেন। এমনকি নৌকার কার্যালয় ভাংচুর সহ কর্মীদের উপর হামলাও করা হচ্ছে।  উপজেলার অধিকাংশ ইউনিয়নেই নৌকার প্রার্থীরা এমন অভিযোগ করেছেন। ৩নং জগন্নাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থীর অতি আপনজন হয়েছেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী। এই ইউনিয়নেও দলীয় নেতাকর্মীদের অনেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এখানে শান্তিপূর্ন পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। এই ইউনিয়নেও নৌকার বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিএনপি সরাসরি দলীয় পরিচয়ে নির্বাচনে আসেনি। তবে স্বতন্ত্র নামে বিএনপি ও জামাত সমর্থিত দুইজন প্রার্থী পান্টি ও চরসাদীপুর ইউনিয়নে নির্বাচন করছেন। এ ছাড়া অন্যান্য ইউনিয়নে বিএনপির শক্তিশালী কোন প্রার্থী নেই। সে কারণে যে সকল ইউনিয়নে বিএনপি-জামাত সমর্থিত প্রার্থী নেই সেখানে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার (নন্দলালপুর, জগন্নাথপুর ও সদকী ইউপি) শিরিনা আক্তার বানু, উপজেলা সমাজসেবা অফিসার ও রির্টানিং অফিসার (কয়া ও চাপড়া ইউপি) মোহাম্মদ আলী ও উপজেলা সমবায় অফিসার ও রির্টানিং অফিসার (শিলাইদহ ও চরসাদীপুর ইউপি) সাঈদ হাসান বলেন, এই নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিতপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ ভোটাররা ভয়-ভীতির উর্দ্ধে থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ পাবেন।  উল্লেখ্য, কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নের মোট ভোটর ২ লক্ষ ৪৯ হাজার ৯৩৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ২৯৯ জন, মহিলা ভোটর সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি, বুথ সংখ্যা ৭৩২টি, প্রিজাইডিং অফিসার থাকবেন, ১২৩ জন, সহকারি প্রিজাইডিং অফিসার থাকবেন ৭৩২ জন, পোলিং অফিসার থাকবেন ১৪৬৪ জন। উপজেলা ১১টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫৬৩ জন। চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১৮ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৩৯২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640