1. nannunews7@gmail.com : admin :
July 27, 2024, 2:51 am
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন ত্যাগ শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক ঃ মোহাম্মদ সাইদুল ইসলাম

  • প্রকাশিত সময় Sunday, August 8, 2021
  • 103 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু যখনই কোনও রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, তখন তিনি ছিলেন একজন পরামর্শক। বঙ্গবন্ধুর রাজনৈতিক সত্তার সাথে ফজিলাতুন নেছা মুজিব একাকার হয়ে আছেন। শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সহচর ছিলেন শেখ ফজিলাতুন নেছা মুজিব।  তিনি ছিলেন বঙ্গবন্ধুর সকল শুভকর্মের মন্ত্রণাদাত্রী। তিনি আরো বলেন, বঙ্গমাতা আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে কারান্তরীণ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সংসারের হাল ধরে সন্তানদের মানুষ করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। তাই তিনি একজন মমতাময়ী নারীই শুধু নন, দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী সম্মুখযোদ্ধা এবং বাঙালির সকল অর্জনের নেপথ্যের অগ্রসারথী। স্বাধীনতা যুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষের জন্য চিন্তা করতে প্রেরণা জুগিয়েছেন। বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর.এম.সেলিম শাহনেয়াজ, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মখলেছুর রহমান,বাসস’র জেলা প্রতিনিধি নুর আলমদুলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেসমিন আক্তার, নূরজাহান মনিকা, জাহানারা বেগম, নাজমা পারভিন ও জিনিয়া ছরোয়ার এই ৫ কৃতি নারীকে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নগদ অর্থ প্রদান করেন। এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী ঢাকা’র ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শেখ হাসিনা। তিনি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ জনকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান করেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640