1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 8:09 am

কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের ক্যানোলা খুলতে গিয়ে আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করলেন নার্স

  • প্রকাশিত সময় Friday, July 30, 2021
  • 136 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥  কুষ্টিয়া আদ্-দ্বীন হসপিটালের নবজাতক শিশু কন্যার হাতের ক্যানুলার টেপ খুলতে গিয়ে আঙ্গুলই কেটে ফেলেছেন এক নার্স। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত শিশুটিকে ঢাকা আদ্-দ্বীন হসপিটালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত  করেছে হসপিটাল কর্তৃপক্ষ। জানাযায়, গত ২৭ জুলাই আদ্-দ্বীন হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নবজাতকের জন্ম দেন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামের রফিকুল ইসলাম রানার স্ত্রী রিতু খাতুন। শুক্রবার ওই নবজাতকের বাড়ি যাওয়ার কথা ছিল। এজন্য শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় নবজাতকের ক্যানুলা খুলতে যায় সিনিয়র নার্স মমতাজ পারভিন। সে ক্যানুলার টেপ কাটতে গিয়ে নবজাতকের ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেহ থেকে আলাদা করে ফেলে। পরে সেই বাচ্চাকে দ্রত ঢাকা পাঠান আদ্-দ্বীন কর্তৃপক্ষ। নবজাতকের পিতা রফিকুল ইসলাম রানা জানান, আমার স্ত্রী রিতুর সিজারের জন্য গত ২৭ জুলাই ২১ তারিখে কুষ্টিয়া আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করি।  সেইদিন বিকাল সাড়ে ৫ টায় কন্যা সন্তানের জন্ম হয়। শিশু বাচ্চা কিছুটা অসুস্থ বলে সেই দিনই শিশু ওয়াডে ভর্তি করতে পরামর্শ দেন চিকিৎসক। তখন শিশু ওয়ার্ডে ভর্তি করি পরের দিন মায়ের বেডে দিয়ে দেওয়া হয়। শুক্রবার রিলিজ করার কথা ছিল। ভোর ৬ টার সময় বাচ্চাকে শিশু ওয়াডে নিয়ে কাজের লোক এক মহিলা দিয়ে ক্যানুলা খুলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। প্রথম ১ ঘন্টা তারা বিষয়টি গোপন রাখে। পরে তাদের আচরণ দেখে আমার বোন বুঝে ফেলে। আমি ম্যানেজারের সাথে কথা বললে তিনি রিলিজ করে সদর হাসপাতালে দেয়ার চেষ্টা করেন। আমি বলি যত টাকার বিনিময়ে হোক ঢাকার  উন্নত চিকিৎসার জন্য পাঠানোর অনুরোধ করলে তারা আমাদের সাথে খারাপ আচরণ করেন। এরমধ্যে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা চলে আসলে আদ্-দ্বীন কর্তৃপক্ষ বেলা ১১ টার সময় আমার বাচ্চাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করবো।

জানা যায়, ২০০২ সালে আদ্-দ্বীন থেকে ডিপ্লোমা কোর্স করেন মমতাজ পারভিন। এরপর থেকে সে আদ্-দ্বীন হসপিটালে সেবিকা হিসেবে কর্মরত আছেন। কুষ্টিয়া আদ্-দ্বীন হসপিটালে তিনি ২০১৩ সাল থেকে সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে নার্স মমতাজ বলেন, আমি বেশ সতর্ক অবস্থায় শিশুটির ক্যানুলার টেপ খুলতে ছিলাম। কিন্তু কিভাবে যে এমন একটি ঘটনা ঘটলো, এ ঘটনার জন্য অনুতপ্ত। এর পর থেকে একটি মুহুতের জন্যও স্বস্তি পাচ্ছি না। এ ঘটনার জন্য যে কোন শাস্তি পেতে তিনি রাজি আছেন। তবে হাসপাতালের যেনো কোন বদনাম না হয় কান্নারত অবস্থায় এমনটিই জানান তিনি। আদ্-দ্বীন হসপিটাল কর্তৃপক্ষ ইতিমধ্যে মমতাজ পারভিনকে চাকুরিচ্যুত করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া আদ্-দ্বীন হসপিটালের ম্যানেজার রবিউল আউয়াল। অপরদিকে একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, কুষ্টিয়ার একজন প্রভাবশালী চিকিৎসক অন্তরালে থেকে এ হাসপাতালের প্যাকেজ সিষ্টেমে অপারেশন। আর এ চিকিৎসকের জিম্মি দশায় পড়ে গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষ মাঝে মধ্যেই এমন বিপদে পড়ে থাকেন।  কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640