1. nannunews7@gmail.com : admin :
July 26, 2024, 11:55 pm
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

কুষ্টিয়া বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় Wednesday, July 14, 2021
  • 94 বার পড়া হয়েছে

করোনা আক্রান্তদের সহায়তায় প্রশাসন কর্তৃক করোনা হেল্প সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই বুধবার দুপুর ১২ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য  বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রালিবুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সাংবাদিক বৃন্দ। সোহরাব উদ্দিন বলেন, আপনারা জানেন মহামারির করোনার ভয়াল থাবায় গোটা বাংলাদেশ আজ বিপর্যস্ত। চারিদিকে শুধু স্বজন হারানোর আর্তনাদ। এই পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের প্রতিটি দূর্যোগ এবং সংকটে এদেশের মানুষের পাশে সবসময় থেকেছে। এরই ধারাবাহিকতায় দেশের বর্তমান সংকটময় মূহুর্তে করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে করোনা হেল্প সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। সেই মর্মে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য গত ১১.০৭.২০২১ইং তারিখে একটি চিঠি প্রেরণ করা হয়। পরবর্তিতে আমরা জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে উক্ত করোনা হেল্প সেন্টার স্থাপন না করার জন্য আমাদের জানিয়ে দেওয়া হয়। বিষয়টি আমাদের মর্মাহত করেছে। আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এই ধরনের কর্মসূচী ইতিমধ্যেই চালু করেছে। কিন্তু সেখানে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসন নিশ্চুপ। শুধুমাত্র আমাদেরকেই এই ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, কুষ্টিয়াতে বিএনপির উদ্যোগে যে কোন ধরনের দোয়া মাহফিলও করতে দেওয়া হয় না। সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক মৃত্যুবরণ করলে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়। পুলিশ প্রশাসন কর্তৃক এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640