কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় করোনা সংক্রমন রোধে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সহায়তায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন ও তাইফুর রহমানের নেতৃত্বে কুষ্টিয়া পৌর এলাকার ২১টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে বাজার, রাস্তা, আবাসিক এলাকায় অভিযান পরিচালিত হয়।
গতকাল বিকেলে কুষ্টিয়া পৌর এলাকার কয়েকটি জায়গায় মাক্স পরিধান না করা, অপ্রয়োজনে ঘরের বাইরে আসা, বিনাকারণে ঘোরাফেরা করার কারণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস ৩ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে তিনটি মামলায় তাদের কাছ থেকে ৬ হাজার ৫শ টাকা আদায় করা হয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস জানান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নির্দেশে আমরা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ কুষ্টিয়া সদর পৌর এলাকার ২১টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে ৭দিন ব্যাপী সর্বাত্মক লকডাউন চলাকালে অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা মানুষকে অনেক বুঝিয়েছি, এখন আর বোঝানোর সময় নেই। কোন ভাবেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, শুধু জরুরী সেবামুলক প্রতিষ্ঠান, ব্যক্তি, ফায়ার সার্ভিস, সংবাদ পত্র, স্বাস্থ্য কর্মি, এ বিধির বাইরে রয়েছে। তিনি জানান আমরা সকলের সহযোগীতা নিয়েই এ সংকট মোকাবেলা করতে চাই। অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন ও তাইফুর রহমান কুষ্টিয়া পৌর এলাকার উপজেলা মোড়, চৌড়হাস, মজমপুর গেট, পৌরসভার সামনে, এন, এস রোডসহ শহরের বিভিন্ন আবাসিক এলাকায় মাক্স পরিধান না করা, বিনাকারণে ঘোরাফেরা করা, পেছন দিয়ে দোকানদারী করা, নির্ধারিত সময়ের পরে কাঁচা বাজার খোলা রাখাসহ সরকারী নির্দেশ অমান্য করায় ১১টি মামলায় ১৪ জনের কাছ থেকে দন্ডবিধি ১৮৯৮’র ২৬৯ ধারা অনুযায়ী ২১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাইফুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন খুব কঠোরভাবে মাঠে রয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলামের নির্দেশনায় আমরা মাঠে অবস্থান করছি এবং সার্বক্ষণিক ভাবে জনসাধারণকে জন সচেতনতামুলক কথা বলেছি, কিন্তু এখন আর সে সময় নেই। কুষ্টিয়ায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। আমরা আশাবাদি এই সর্বাত্মক লকডাউনকে কার্যকর করতে পারলে কুষ্টিয়ায় করোনা সংকট মোকাবেলা করতে সক্ষম হবো। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply