আলমডাঙ্গা প্রতিনিধি ॥ অপহরনের ৭ ঘন্টার মধ্যে আলমডাঙ্গা থানাপুলিশ স্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহ্নত শিশু ফারহানকে ভোর সাড়ে ৬ টার দিকে উদ্ধার করে।এসময় পুলিশ ৫ অপহরককে গ্রেফতার করেছে।গতকাল আলমডাঙ্গা থানা চত্তরে এক প্রেসব্রিফিংএ চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম জানান,চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাইদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় আমার নেতৃত্বে ওসি আলমগীর কবির,পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান,পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়,সহ আলমডাঙ্গা থানার একটি চৌকশ পুলিশ টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৭ ঘন্টা বিরতিহীন শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহ্নদ শিশু কাজী আব্দুল আজিজ ফারহার(৪) কে উদ্ধার করে।এ সময় শিশুর পিতা কাজী সজিব জানান গতকাল ৩১ মার্চ রাতে আমার কাছে একটি ফোন আসে আপনার ছেলে ভাল আছে,ফেরত পেতে চাইলে ১০ লক্ষ টাকা দিতে হবে,বলে ফোন কেটে দেয়।আবারও ফোন করে টাকার কথা জানান।কাজী সজিব ফোন নাম্বরটি আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবিরকে দিলে,পুলিশ তথ্যপ্রযুক্তি কাজে লাগি ঐ ফোন ট্র্যাকিং করে পুলিশ এই ঘটনার সাথে জড়িত ৫ জন আসামিকে আটক করে।তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ,আলমডাঙ্গা ক্যানেল পাড়ার ১ নং আসামি শাওন(২৪)এর বসত বাড়ী থেকে শিশু ফারহানকে উদ্ধার করতে সক্ষম হন।এসয় পুলিশ ১ টি মটর সাইকেল,৭ টি মোবাইল ফোন উদ্ধার করে।পুলিশ তাৎক্ষনিক অপহ্নত শিশু ফারহানকে ইনজেকশন জনিত কারনে দ্রুত চিকিৎসার জন্য আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন।গ্রেফতার কৃত আসামি হাউসপুর ক্যানেল পাড়ার মিজানুর রহমানের ছেলে মোঃ শাওন (২৪),একই এলাকার মৃত লুৎফর,মাতা মোছাঃ আনুরার ছেলে মোঃ আকাশ (২০),আসান নগর গ্রামের মৃত আকমলের ছেলে মোঃ খোরশেদ (২৫),কলেজ পাড়ার কাজী লালের ছেলে কাজী সুমন(৩০),মেহেরপুর জেলার, গাংনী উপজেলার ইকুরি গ্রামের মোঃ সেলিমের স্ত্রী মোছাঃ রাশেদা(৩৫)। উদ্ধার কৃত মটর সাইকেল রেজিঃনং- চুয়াডাঙ্গা হ-১২-৬৩৬৮।৭ টি বিভিন্ন মডেলের মোবাইল সেট।শিশু ফারহানকে প্রেসব্রিফিং এর সময় হাজির করা হয়।
Leave a Reply