1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 5:04 am

কেরালা উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’

  • প্রকাশিত সময় Friday, February 19, 2021
  • 202 বার পড়া হয়েছে

কেরালার চলচ্চিত্র উৎসবটি দক্ষিণ ভারতের সবচে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। আগামী ২০ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। গোয়া চলচ্চিত্র উৎসবের পর এবার কেরালার চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি আমন্ত্রিত হয়েছে। চলচ্চিত্র উৎসবটির ওয়ার্ল্ড সিনেমা প্যানোরমায় ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি প্রদর্শিত হবে।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে যাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে।
২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।
‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।
এর আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ ওয়ার্ল্ড প্রিমিয়ায় অংশ নিয়েছিলো। গত ১৬-২৪ জানুয়ারি এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640