1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 8:09 am

প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার আয়োজনে চড়ুইভাতি

  • প্রকাশিত সময় Wednesday, February 3, 2021
  • 261 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ শীতের সকালে পূর্ব আকাশে যখন সূর্য মামা উঁকি দিচ্ছে ততক্ষণে একদল অভিযাত্রীদল রওনা দিয়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আড্ডা গানে মুখরিত যানবাহনে যখন সকলে কাঙ্ক্ষিত গন্তব্যে তখন যেন উৎফুল্ল মেজাজে হারিয়ে যেতে চাই আনন্দের শহরে। করোনাকালীন সময়ে যেন একরকম আবদ্ধ পৃথিবীতে বসবাসরত কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা যেন আনন্দ খুশিতে হারিয়ে যেতে চাই চমকে ঘেরা চড়ুইভাতি অনুষ্ঠানে। গত মঙ্গলবার দিনভর কুষ্টিয়া শহরের বাইপাসে অবস্থিত রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে এ যেন বন্ধুসভার বন্ধুদের পুনর্মিলনী। অনেকদিন পরে চেনা মুখগুলো যখন অচেনা তখন আনন্দের ধারায় আবারো পুরনো সব দিনগুলো ফিরে পেতে মরিয়া সকলেই। তাইতো পার্কের মনোরম দৃশ্য অবলোকনের পাশাপাশি স্থিরচিত্রে সেগুলোকে স্মৃতি বদ্ধ করতে কেউ অবহেলা করেননি। সকলেই ব্যস্ত হয়ে পড়েছিল বিভিন্ন স্থানে স্থিরচিত্র ধারণে। সকলে যখন ঘোরাঘুরিতে ব্যস্ত তখন পার্কের একাংশে চলছিল দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুর ১২ ঘটিকায় কুষ্টিয়া বন্ধুসভার নতুন কমিটির সদস্যদেরকে নিয়ে সাধারণ সম্পাদক তামিম হোসেন পিয়াসের সঞ্চালনায় এবং সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে শুরু হয় সাংগঠনিক সভা। এসময়ে প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের দিকনির্দেশনামূলক বক্তব্য সকল সদস্যকে অনুপ্রাণিত করে নতুন উদ্যোমে কাজ করে যাওয়ার জন্য। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে চিরকুট, কপালে টিপ পড়ানো, পিলো পাস, বেলুন ফোটানো সহ বিভিন্ন খেলাধুলায় পুরোটা সময় মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। দুপুরের দিকে অতিথিবৃন্দদের আগমনে যেন অন্যরকম প্রাণ ফিরে পাই চড়ুইভাতি অনুষ্ঠান। দুপুরের মধ্যাহ্ন ভোজের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। ফান বক্সের মাধ্যমে শুরু হওয়া পর্বটি অন্যরকম চমক দিয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলকে। লটারি ড্র অনুষ্ঠিত হওয়ার মূহুর্তে অতিথিবৃন্দদের জ্ঞানগর্ভ মনোমুগ্ধকর আলোচনা নতুন পথের দিশা দেখিয়েছে কুষ্টিয়া বন্ধুসভার সকল সদস্যদেরকে। দিনজুড়ে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে একটি সুন্দরতম দিনের। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মুর্শেদ রতন,কবি আলম আরা জুঁই,পরিবেশবিদ খলিলুর রহমান মজু,কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক আকলিমা ইরা,অবসরপ্রাপ্ত প্রকৌশলী নজরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640