1. nannunews7@gmail.com : admin :
July 1, 2025, 11:19 pm
শিরোনাম :
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন ধরে ফেলতে পারি : ইউনূস জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যকে ক্লোজড দর্শনা কেরু এন্ড কোম্পানীর এমডি মীর রাব্বিক হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভেড়ামারায় জমি দখলের হুমকিতে বৃদ্ধ চিওনের জীবন অনিশ্চিত, বন্দোবস্তের দাবি ভোট কারচুপির অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় ঘেরাও ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে ইমোতে কল দেন ইবি শিক্ষক! একসঙ্গে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, বেতন-ভাতাও তুলেছেন মুসা ‘চড়ের বদলা নিতে’ জাসদ কর্মী হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩ গণঅভ্যুত্থান-বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া এক বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন নেমেছে এক তৃতীয়াংশে

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ‘৬৬% কার্যকর’

  • প্রকাশিত সময় Saturday, January 30, 2021
  • 245 বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসের একাধিক ধরনের বিরুদ্ধে নিজের তৈরি এক ডোজের টিকার ব্যাপক পরীক্ষামূলক প্রয়োগ করে ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়ার দাবি করেছে জনসন অ্যান্ড জনসন।
তবে যুক্তরাষ্ট্রের ভেতরে কোভিড-১৯ প্রতিরোধে কার্যকারিতার হার ৭২ শতাংশ বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবককে এই পরীক্ষার আওতায় নেওয়া হয়েছিল। লাতিন আমেরিকায় মধ্যম ও মারাত্মক ধরনের কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরক্ষার মাত্রা ৬৬ শতাংশ এবং বিশেষভাবে উদ্বেগজনক ধরন ছড়িয়ে পড়া সাউথ আফ্রিকায় এ টিকার কার্যকারিতা মাত্র ৫৭ শতাংশ মিলেছে।
এর আগে ফাইজার ও মডার্নার দুটি অনুমোদিত টিকার দুটি ডোজ উপসর্গমূলক রোগ প্রতিরোধে প্রয়োগ করে ৯৫ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। তবে ওসব পরীক্ষা মূলত যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ এবং কোভিড-১৯ এর নতুন ধরনগুলো বিস্তৃত আকারে ছড়ানোর আগের।
জনসন অ্যান্ড জনসনের পরীক্ষার প্রধান লক্ষ্য ছিল মাঝারি থেকে মারাত্মক ধরনের কোভিড-১৯ প্রতিরোধ। ওই টিকার প্রয়োগ সমস্ত ভৌগোলিক এলাকাজুড়ে মারাত্মক রোগ হাসপাতালে ভর্তি প্রতিরোধে এবং একাধিক ধরনের বিরুদ্ধে টিকার প্রয়োগের ২৮ দিন পর ৮৫ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।
জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পল স্টোফেলস এক বিবৃতিতে বলেন, উল্লিখিত মাত্রার প্রতিরোধ ‘কোভিড-১৯ এর মারাত্মক ও প্রাণঘাতী পরিণতি থেকে কোটি মানুষকে সম্ভাব্য প্রতিরক্ষা’ দেবে।
এই টিকার জরুরি প্রয়োগের জন্য অনুমোদন চেয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।
বহু কাক্সিক্ষত সরবরাহ বাড়াতে ও যুক্তরাষ্ট্রে টিকা কর্মসূচি সহজ করতে জনসন অ্যান্ড জনসনের টিকার পথ চেয়ে বসে আছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা।
ফাইজার/বায়োএনটেক ও মডার্নার টিকার মতো জনসন অ্যান্ড জনসনের টিকার দ্বিতীয় ডোজের প্রয়োজন হবে না বা পাস্তুরায়ন দরকার হবে না। এর ফলে বিশ্বের দুর্বল পরিবহন অবকাঠামো ও অপর্যাপ্ত হিমাগার সুবিধার অঞ্চলগুলোতে এই টিকা জোরালো প্রার্থী হিসেবে আবির্ভূত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640