1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 8:09 am

মালান-আমিরদের নেতৃত্ব দেবেন নাসির

  • প্রকাশিত সময় Thursday, January 28, 2021
  • 302 বার পড়া হয়েছে
আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসরে খেলবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। তাকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস।

শুধু নেয়-ই নি তাকে,  রীতিমতো দলটির অধিনায়ক করা হয়েছে নাসিরকে।

বৃহস্পতিবার এক অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।

তার অধীনে খেলবেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান, পাক পেসার মোহাম্মদ আমিরসহ আরও বেশি কিছু তারকা ক্রিকেটার।

ফিটনেস না থাকায় দেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে ঠাঁই হয়নি নাসির হোসেনের। নাসির কী সত্যি খেলায় ফিরতে চাচ্ছেন কি না – তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকে।

আর সেই নাসির টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের নেতৃত্বে দেবেন। নাসিরের দলে রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।
আজ বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে টি-টেন লিগের।  আর আজই মাঠে নামছে নাসিরের দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে পুনে ডেভিলস।

এবারের টি-টেন লিগে নাসির ও মনির ছাড়াও আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন – তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও মেহেদী হাসান, মুক্তার আলী, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেক হোসেন, তাসকিন ও মুক্তার আলীকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।  তবে উইন্ডিজ সিরিজে অংশ নেওয়ায় এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে।  ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক।  দলে রয়েছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এরপর বাংলা টাইগার্স দলে দেখা যাবে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। দলে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

টি-টেন লিগ ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

পুনে ডেভিলস স্কোয়াড:

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640