1. nannunews7@gmail.com : admin :
July 26, 2024, 11:37 pm
শিরোনাম :
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবেঃ মোঃ এহেতেশাম রেজা কুমারখালীতে খালের মুখ বন্ধ করলো পাউবো, হুমকিতে দুই হাজার বিঘা জমির ফসল ঢাকায় আন্দোলনের মাঝে পড়ে কুষ্টিয়ার দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার নরসিংদী কারাগার থেকে পালানো কুষ্টিয়ায় ৩ বন্দির আত্মসমর্পণ ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে কুষ্টিয়ার গাড়ী চালক নিহত কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল, রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন জামরুল চাষ ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

রাজপথ ছাড়া মুক্তি নেই: গয়েশ্বর

  • প্রকাশিত সময় Thursday, December 31, 2020
  • 226 বার পড়া হয়েছে

এনএনবি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নামা ছাড়া মুক্তির কোনো পথ নেই।’
বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘আগামীকাল পহেলা জানুয়ারি, ২০২১, এরপর ৩১ ডিসেম্বর ২০২১। প্রতিদিন যদি আমরা প্রতিবাদ করি তাতেও আজকে যা চলছে, তা কখনোই কমবে না, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে কারণেই আজকে শুধু প্রতিবাদ আর মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পথ খোলা নেই।
তিনি বলেন, আমাদের মুক্ত হতে হলে লড়াই করতে হবে। সেজন্য আমি বলব, প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে ছুটোছুটি করতে হবে মাঠে-ময়দানে। তাছাড়া আমাদের পরিত্রাণ পাওয়ার অন্য কোনো পথ নাই।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আসুন সরকারকে নামানোর জন্য একটু চেষ্টা করি। চেষ্টা করলে সফলও হতে পারি, ব্যর্থও হতে পারি। কিন্তু চেষ্টা না করে সফলও হইলাম না, ব্যর্থও হইলাম না, আর সবসময় ঈশ্বরের ওপর, আল্লাহর ওপরে ভরসা করলাম- আল্লাহ ছাড়া আর গতি নাইÑ না।’
গয়েশ^র বলেন, ‘স্বামী বিবেকানন্দ বলেছেন, কাপুরুষ এবং মূর্খরা অদৃষ্টের উপরে নির্ভর করে। আর বীর পুরুষরা নিজেদের অদৃষ্ট নিজেরা গড়ে তোলে।’
‘দেশের ভাগ্য, গণতন্ত্রের ভাগ্য’, প্রতিষ্ঠিত করতে বিএনপি নেতাকর্মীদের বীর পুরুষের মত এগিয়ে আসার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, বর্তমান সরকার মধ্যপ্রাচ্যের মত ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু বিএনপির কারণে তা পারছে না।
তিনি বলেন, বিএনপি করার কারণে হাবিজা বেগমকে জীবন দিতে হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা বিচার চাইব, বিচার আমরা পাব না। এই স্বৈরাচারী সরকারের কাছে নারী হত্যার বিচার চেয়ে লাভ নেই, নারী ধর্ষণের বিচার চেয়ে লাভ নেই, শিশু হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনো হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনো অন্যায়ের বিচার চেয়ে লাভ নেই।’
মোটরসাইকেল চাপায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমের মৃত্যু এবং সারাদেশে নারী-শিশু নিপীড়নের প্রতিবাদে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরামের’ উদ্যোগে এই মানববন্ধন হয়।
সংগঠনের সদস্য মীর সরফত আলী সপুর সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণ বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা নেত্রী আরিফা সুলতানা রুমা বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640