নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে ভিডিও ফুটেজ দেখে আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বেগমগঞ্জের আট মামলায় ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আর বিশৃঙ্খলার ঘটনায় জেলায় মোট ১৮টি মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।
বৃহস্পতিবার সকাল ৯ টা ১৪ মিনিটে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জেলার পূজাম-প, বিভিন্ন মন্দির, হিন্দু সম্প্রদায়ের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আটটি মামলায় ২১৯ জন এজাহার নামীয়সহ জেলার মোট ১৮টি মামলায় এজাহার নামীয় ২৮৫ জন এবং অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে মামলা করা হয়।
Leave a Reply