কাগজ প্রতিবেদক ॥ ধর্ম যার যার উৎসব সবার, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে সাম্প্রদায়িক অপশক্তি দেশব্যাপী অপতৎপরতা চালাচ্ছে। এই সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
গতকাল বিকেলে সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর বিজয় উল্লাস চত্বর থেকে এক বিশাল সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রা বের হওয়ার আগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের কর্মিরা দলে দলে পৌর বিজয় উল্লাস চত্বরে এসে সমবেত হতে থাকে। এর পর হিন্ধু, বৌদ্ধ, মুসলমান ও খ্রীষ্টান ধর্মীয় পুরোহিতদের শোভাযাত্রার সামনে নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ’র নেতৃত্বে এক বিশাল শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান অনিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ দেশে সাম্প্রদায়িক উসকানি দিতে মন্দিরে, মসজিদে চার্চে হামলা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে আর কোন রাস্তা না পেয়ে তারা এখন মন্দিরে হামলা বেছে নিয়েছে। ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা কৌশলে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। কিন্তু তাদের সে স্বপ্ন পুরণ হবে না। কুষ্টিয়ার মাটি জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির মাটি। এখানে কোন সাম্প্রদায়িক উসকানিকে প্রশ্রয় দেয়া হবে না। উসকানি দাতাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে সব সময় আছে আগামীতেও থাকবে। এ সময় তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। শোভা যাত্রায় শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরাইশী, সর্দ্দার পাভেলসহ ছাত্রলীগের সকল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply