কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কুমারখালীতে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ষ্ট্যাটাসে প্রধানন্ত্রীকে কটুক্তির অভিযোগ এনে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের করা মামলায় খন্দকার ফরহাদ আমীর টিপু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতার ফরহাদ আমীরকে আদালতে সৌপর্দ করা হলে আদালত শুনানী শেষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতার ওই ব্যক্তি হলেন- কুমারখালী উপজেলার বাটিকামারা গ্রামের বাসিন্দা মৃত: আমির উদ্দিনের ছেলে খন্দকার ফরহাদ আমীর টিপু(৪৫) মামলা সূত্রে জানা যায়, গত ১৪ তারিখ বিকেলে ফরহাদ আমীর টিপুর খোলা “ফরহাদ আসিফ টিপু” নামের ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রীর কপালে তিলক পড়ানো হচ্ছে এমন ছবি সম্বলিত ফেসবুক ষ্ট্যাটাসের সাথে “আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুজি !!!” এমন একটি ফেসবুক পোষ্ট শেয়ার করে ফরহাদ আমীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানন্ত্রীকে কটুক্তি করেছেন। যা বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টির ভুমিকা পালন করে আইন শৃংখলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টার সামিল। এমন অভিযোগ এনে এজাহারকারী কুমারখালী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ ইমরান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ তে মামলা করেন। মামলা নং ১৪, তারিখ: ১৯/১০/২০২১। গ্রেফতার সাংবাদিক ফরহাদ আমীর টিপুর স্ত্রী রুমা খাতুন(২৮) বলেন, গত ১৪ অক্টোরব বিকেলে টিপু তার এন্ড্রয়েট ফোনটি বাসায় রেখে বাজার করতে বের হন। এসময় আমার ৫ বছর বয়সী শিশু সন্তান মোবাইলটি নিয়ে কার্টুন দেখছিলো। হঠাৎ এমপি সাহেব ফোন করে টিপুকে বকাবকি বরেন এবং ফেসবুক থেকে ওইসব মুছে ফেলতে বলেন। তখনই টিপু বিষয়টি এমপি সাহেবকে বাস্তবতাটা বলার চেষ্টা করেন এবং নিজের ফোন বাসায় রেখে যাওয়ার মতো ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় নাস্তা সেরে টিপু বাড়ি থেকে বের হয়ে থানা মোড়ে যান। সেখান থেকেই টিপুকে পুলিশ থানায় ডেকে ডিজিটাল আইনের মামলায় নিয়ে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সম্বলিত সাম্প্রদায়িক উস্কানীমুলক ফেসবুক ষ্ট্যাটাস দেয়ার অভিযোগে ফরহাদ ইমরান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফরহাদ আমীর টিপু (৪৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হয়েছে।
Leave a Reply