1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 3:52 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

কুষ্টিয়া জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা

  • প্রকাশিত সময় Sunday, October 17, 2021
  • 136 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, আইনশৃংলারক্ষা, সুরক্ষা, কৃষি, স্বাস্থ্য সেবা, জনশক্তি সেবা, শিক্ষা প্রকৌশল, সওজ, গণপুর্ত, স্থানীয় সরকার প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ডসহ জেলায় সকল দপ্তর প্রধানদের প্রতি মাসে মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থিত হয়ে দাপ্তরিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার প্রতিনিধি বা অনুপস্থিত গ্রহনযোগ্য হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সকল সরকারী দপ্তরের প্রধানদের জেলা উন্নয়ন সমন্বয় মাসিক কমিটির সভায় উপস্থিত থাকতে নির্দেশনা রয়েছে। তারপরও দেখা যায় কোন দপ্তর প্রধান এ সভায় অনুপস্থিত বা প্রতিনিধি প্রেরণ করে থাকেন। এটা করা যাবে না। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ, ফোরলেন, শেখ রাসেল সেতু সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জেলার উন্নয়মুলক কর্মকান্ডে কোন প্রকার গড়িমসি করা যাবে না। তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনের সওজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তার জমি ব্যবহার গাছ কেটে নেয়ার অভিযোগের প্রেক্ষিতে বলেন, পানি উন্নয়ন বোর্ডের স্থাপনা জমি ব্যবহার করার পুর্বে দুই বিভাগের সাথে সমন্বয় করে করবেন। কেউ কারো কতৃত্ব, জমি, গাছ কেটে, জমি ব্যবহার থেকে বিরত থাকবেন। বন বিভাগের সম্পদ বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবেন। তিনি কুষ্টিয়ায় চলমান সকল উন্নয়নমুলক কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে নেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম তার দপ্তরের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সবশেষ ডিপিপি অনুযায়ী আগামী বছরের জানুয়ারী মাসেই কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।  কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম তার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে জানান, কুষ্টিয়ার ফোরলেনের কাজ চলছে। তবে মজমপুর গেট থেকে ত্রীমোহনী পর্যন্ত কাজ একটু জোরেই চলছে আর মজমপুর গেট থেকে বটতৈল পর্যন্ত কাজ প্রায় ৩৫ ভাগ শেষ হয়েছে। তিনি বলেন, আশা করি নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। এ ছাড়া অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার জাহেদুর রহমান, পাসপোর্ট দপ্তরের উপ-পরিচালক জাহিদুর রহমান, ওজোপাডিকো ডিভিশন-১’র নির্বাহী প্রকৌশলী প্রণব দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, জেলার আইনশৃংলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ ছিল শারদীয় দুর্গোৎস। কোন ধরণের বিশৃংলা ছাড়াই আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সামনে আরও একটি চ্যালেঞ্জ রয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সর্বাত্বক চেষ্টা থাকবে। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, সরকারী কর্মকর্তাদের কোন দোষ নেই। তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করছে। আমারা তাদের সহযোগীতা করবো। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে এ জেলাটি জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির। স্বাধীনতা পরবর্তি গত ৪০ বছরে কুষ্টিয়ায় যে সকল উন্নয়ন হয়নি এখন সেই সকল উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়ন কোন ভাবেই ব্যহত হতে দেয়া যাবে না। তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের আত্মশুদ্ধি করতে হবে। আপনি কতটুকো দায়িত্ব পালন করছেন। আপনাকে মনে রাখতে হবে আপনার যে কোন ভুল-ত্রুটি শুধু আপনাকে নয় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির উপর বর্তাবে। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আব্দুল আলীম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা খাতুন, জেলা সিনিয়র তথ্য অফিসার, জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেড়ামারা পৌরসভার মেয়র টুটুল প্রমুখ।  এর আগে লিভার সিরোসিস, স্ট্রোক, কিডনীসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নগদ চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640