কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল¬াহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া শহরের তোফাজ্জেল হেল্থ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শহরের আমলাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও উত্তর আমলাপাড়া জামে মসজিদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে ছিলেন। আজ সকাল ১০ টায় কুষ্টিয়া আলিয়া মাদ্রাসায় মরহুমের নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
মাহবুবউল আলম হানিফ এমপির শোক॥ কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল ইসলামের মৃত্ব্যতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি আরও উল্লেখ্য করে বলেছেন, বদরুল ইসলাম একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সমাজ সেবক বটে। দলের দুর্দিনে তিনি দলের পাশে থেকেছেন। তাঁর মৃত্ব্যতে আওয়ামীলীগ একজন নিবেদিত কর্মিকে হারালো, আর পরিবার একজন ভালো অভিভাবককে হারালো যা কোন দিন পুরণীয় নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে দোয়া চেয়েছেন।
আতাউর রহমান আতার শোক॥ কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল ইসলামের মৃত্ব্যতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি উল্লেখ্য করে বলেছেন, বদরুল ইসলাম যোগ্য জনপ্রতিনিধি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামীলীগের দুঃসময়ে তিনি দলের পাশে থেকেছেন। তাঁর মৃত্ব্যতে আওয়ামীলীগ একজন ত্যাগী কর্মিকে হারালো, আর পরিবার একজন ভালো অভিভাবককে হারালো যা কোন দিন পুরণীয় নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply