কাগজ প্রতিবেদক ॥ সারা বিশ্বে এক দিকে যেমন মানুষ অনাহারে দিন কাটাচ্ছে তেমিন আবার খাদ্যে অপচয়ও হচ্ছে। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে ও খাবার অপচয় বন্ধ করে সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষনা বাড়াতে হবে, গবেষনার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বৈশ্বিক যে সমস্যা বিরাজ করছে সেটাও নিরসনে বিশ্ব নেতাদের এক সাথে কাজ করতে হবে। নিউট্রিশন ইনিশিয়েটিভ (এনআই) কুষ্টিয়ার আয়োজনে এক র্যালী ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেল ৩টার পরে শহরের ৫ রাস্তার মোড় থেকে র্যালী শুরু হয়ে থানামোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যায়ের ফলিত পুষ্টি ও খাদ্য বিভাগের প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক ও নিউট্রিশন ইনিশিয়েটিভ কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাচিপ নেতা ডা: আমিনুল হক রতন, আওয়ামী লীগ সভানেত্রী ও কলকাকলি স্কুলের প্রধান শিক্ষক জেবুন্নেছা সবুজ, রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ। র্যালীতে অংশ নেন সমকাল ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাজ্জাদ রানা, আবদুল্লাহ আল মাহদী, বিল্লাল হোসেন, মাইনুর রেজা, রাকিবুল ইসলাম, তামান্না আফরোজ, নাহিয়ান সার্তক, মুন্নাসহ অন্যরা। অংশ নেন। এবারের খাদ্য দিবসের প্রতিবাদ্য বিষয় ছিলো ‘ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশই উন্নত জীবন’।
Leave a Reply