কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নাফ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে আলাউদ্দিন নগরের পশ্চিম পাশের কালু মোড়ে এ ঘটনা ঘটে। সে কুমারখালী উপজেলার কয়া মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মুন্নাফ। স্থানীয়রা জানান, মুন্নাফ হাটের পাশে তার ব্যাটারিচালিত ভ্যান রেখে পিঁয়াজ বিক্রি করতে যান। পিঁয়াজ বিক্রি করে ফিরে এসে দেখেন তার ভ্যানটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এসময় সে কান্নায় ভেঙে পড়েন। ভ্যান হারিয়ে চিন্ত ও ক্ষোভে বাড়ি ফেরার পথে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটেল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগেও মুন্নাফের আরেকটি ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে যায়। আজকে হারিয়ে যাওয়া ভ্যানটি সে ঋণ নিয়ে কয়েকদিন আগেই ক্রয় করে। অল্প কয়েকদিনের ব্যবধানে দুটি ভ্যান হারিয়ে হতাশায় দিশেহারা ট্রেনের নিচে ঝাঁপ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে নিহত মুন্নাফ। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কয়া ইউনিয়নের কয়ার মুন্নাফ নামে একজন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার মানসিক সমস্যা ছিলো। ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
Leave a Reply