দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গাজা ও ফেনসিডিলসহ মোঃ শাহিন শেখ (৪১) নামে ১ জন মাদক চোরাকারবারি আটক হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা সেন্টার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে সীমান্তরক্ষী বিজিবি। এ সময় তার কাছ থেকে ১.৫ কেজি গাজা, ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটরসাইকেল। আটক মাদক চোরাকারবারি কুষ্টিয়া থানার কমলাপুর গ্রামের মোঃ আয়েনুদ্দিন শেখের ছেলে। বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম গোপন সংবাদ পেয়ে প্রাগপুর বিওপি কমান্ডার হাবিলদার মোক্তার হোসেন কে জানান। পরবর্তী সময়ে প্রাগপুর বিওপি কমান্ডার হাবিলদার মোক্তারের নেতৃত্বে টহল দল ডাংমড়কা সেন্টার মুড়ে মটরসাইকেলের গতিরোধ করে মাদক চোরাকারবারি মোঃশাহিন শেখ কে গাজা ও ফেনসিডিলসহ আটক করে ।প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম আরও জানান যে, মাদক নির্মূলে আমি যুদ্ধ ঘোষণা করেছি । টহল কমান্ডার হাবি: মুক্তার আর ও জানান মোটরসাইকেল চলতি অবস্থায় মোঃ মশু হোসেন ( ৩৮) পিতাঃ আবুল কাসেম গ্রামঃ প্রাগপুর মাঠপাড়া পালিয়ে যান। আটক চোরাকারবারি মোঃ শাহিনচ শেখ ও পালাতক আসামি মোঃ মশু হোসেনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে আজ দৌলতপুর থানায় সোপর্দ করে।
Leave a Reply