কাগজ প্রতিবেদক ॥ গতকাল বুধবার কুষ্টিয়া পৌরসভার কার্যক্রম পর্যবেক্ষণ ও কুষ্টিয়া পৌরসভা পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভাগের একটি টিম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভাগের উপসচিব মাহাবুবুর রহমান ভুইয়া ও সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা। এদিকে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায় ও কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের স্মারক সহ বিভিন্ন সময় প্রকাশিত কুষ্টিয়া পৌরসভার কিছু স্মারক গ্রন্থ প্রদান করেন এবং কিছু সময় তারা কুশল বিনিময় করেন। এরপরে তারা কুষ্টিয়া পৌরসভার সকল বিভাগের কাযক্রমের পর্যবেক্ষণ বা মনিটারিং করেন এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের জন্য তারা কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ কুষ্টিয়া পৌরসভার সকল বিভাগের উদ্ধত্বন কর্মকর্তাগণ।
Leave a Reply