অনলাইন টিকেটিং এজেন্সি ‘টোয়েন্টিফোর টিকেট ডটকম’ দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান এই তথ্য জানান।
তিনি জানান, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরের এক সদস্য এম মিজানুর রহমান সোহেলকে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম রোববার (১০ অক্টোবর) পুরান ঢাকা থেকে গ্রেফতার করেছে। এরআগে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল হাসানকেও গ্রেফতার করেছিল সাইবার পুলিশ।’
তাদের বিরুদ্ধে প্রতারণা, অর্থআত্মসাৎ ও মানিলন্ডারিং আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করছিল।’
তিনি বলেন, ‘২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকেট ডটকম। তারা গত দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।’
Leave a Reply