কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫১ জন হত দরিদ্র ও মেধাবী স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। কয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে শনিবার সকালে পরিষদের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে তাঁদের সাইকেল প্রদান করা হয়। প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মৃণাল কান্তি দে। কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া এল জি এস পি -৩ এর ডি এফ আক্তার উজ জামান, গাজী মেম্বরসহ প্রমূখ। জানা গেছে, কয়া ইউনিয়ন পরিষদের ২০২০- ২০২১ অর্থবছরে এল জি এস পি -৩ প্রকল্পের আওতায় ইউনিয়নের বিভিন্ন স্কুলের ৫১ জন হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করা হয়।
Leave a Reply