খোকসা প্রতিনিধি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্ম বার্ষিকী ও আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে খোকসা পৌর বিএনপির উদ্যেগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে মরহুম আনোয়ার আহমেদ খাঁন তাতারীর বাসভবনে ৩০০ শত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। তাঁর অদর্শ ধারণ করে বিএনপি জনগনের সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করছে। একযুগ বিরোধী দলে থেকেও আমরা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শীত, বন্যা, করোনাসহ সব সময় জনগনের পাশে থাকছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খাঁন রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাহিমা বানু, কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু। আরো বক্তব্য রাখেন, খোকসা পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়নসহ পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply