কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন আজ। নির্বাচন উপলক্ষে প্রচারণায় অতি ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা। প্রার্থীরা প্রেস ক্লাবের সাধারণ ভোটারদের নিজেদের দিকে আকৃষ্ট করতে ছুটেছেন অবিরাম। এক্ষেত্রে নানান প্রতিশ্রুতি আর নিজেদের যোগ্যতার প্রমাণের দলিল উপস্থাপন করছেন তারা। প্রেসক্লাবের ইতিহাসে এবারের নির্বাচনের প্রচারণায় যোগ হয়েছে আলাদা মাত্রা। নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে কুষ্টিয়া জুড়ে। ফেস্টুন,ব্যানার,ও পোষ্টারে ছেয়ে গেছে গোটা শহর ও প্রেসক্লাব চত্ত্বর। নির্বাচনে দু’টি প্যানেল ভোটযুদ্ধে অবতীর্ন হলেও ভোট নিয়ে ভোটার এবং প্রার্থীদের মাঝে উন্মাদনার যেন শেষ ছিলনা। প্রার্থীরা জয়ী হতে আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তাদের প্রচারণাও সেরেছেন। আর ভোটারদের লক্ষ যোগ্য প্রার্থীদের দু’বছরের জন্য কুষ্টিয়া প্রেসক্লাবের দায়িত্ব তুলে দেয়া। ভোটের এমন হিসেব-নিকেশ চুকে যাবে আজ বিকেল সাড়ে ৩টায় ভোট গ্রহণ শেষে গণনা অতপর ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া প্রেসক্লাব হলরুমে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশনের দ্বায়িত্বে রয়েছেন জেলা পরিসংখ্যান অফিসার আব্দুল আলিম। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুুতি সম্পন্ন করে ফেলেছেন আগে ভাগেই। নেয়া হয়েছে জোর নিরাপত্তা। এবারের নির্বাচনে বরাবরের মত দু’টি প্যানেল ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে। নির্বাচনে অংশ গ্রহণ করছেন গাজী মাহাবুব-আনিসুজ্জামান ডাবলু প্যানেল। অন্যদিকে আল মামুন সাগর-মুজিবুল প্যানেল ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দীতায় নেমেছেন সাবেক সভাপতি গাজী মাহাবুব ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল- মামুন সাগর। সব মিলিয়ে এবারের নির্বাচনে উভয় প্যানেলের সব প্রার্থীদের রয়েছে নিজস্ব স্বকীয়তা। এ উপলক্ষে এবারের নির্বাচনের প্রচারণায় কুষ্টিয়া শহরের এন,এস,রোড় সহ গুরুত্বপুর্ণ সড়কে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন,যা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আলোচনার খোরাক হয়েছে। ক্লাবের ১০৬ জন ভোটারই নির্ধারণ করবেন আগামী দুই বছর কুষ্টিয়া প্রেস ক্লাব কোন পথে যাবে। অন্যদিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্য নন এমন হাজারের বেশি সাংবাদিক কুষ্টিয়াতে আছেন। সর্বস্তরের সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকবে নির্বাচিত সাংবাদিক নেতারা এমনটাই প্রত্যাশা। পাশাপাশি প্রেসক্লাবের সন্মানিত ভোটাররা যাতে কোনো ষড়যন্ত্রের কাছে তাদের নৈতিকতা বিলিয়ে না দেন এটাই সর্বস্তরের সাংবাদিকদের আশা। যোগ্য সাংবাদিক নেতারাই যেনো আগামীতে প্রেসক্লাবের নেতৃত্ব দিতে পারে এটা সব মহলের কাম্য। প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হবে কাল সন্ধায় বা রাতে ফলাফল যাই হোক সকল প্রার্থীই সেই ফলাফল মেনে নেবেন এবং সাংবাদিকদের মাঝে কোনো বিভেদ নয়,সর্বদা ঐক্য বজায় থাকবে, এটাই সকল সাংবাদিকের প্রত্যাশা । দেশে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়ে থাকে,অন্য সব নির্বাচন আর সাংবাদিকদের মধ্যে নির্বাচনের পার্থক্য একটাই আর তা হলো, এটা জাতির বিবেকের নির্বাচন। আজ কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সাংবাদিক পাড়ায় উৎসবের আমেজ। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে গাজী মাহবুব-আনিসুজ্জামান ডাবলু প্যানেল পুর্ন প্যানেল জয়লাভ করে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে নির্বাচন কশিনার আব্দুল আলিম জানিয়েছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একজন প্রিজাইডির্ং, একজন সহকারী ৬ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনা করবেন। ভোট কেন্দ্রে আইনশৃলা রক্ষায় ১ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হবে।
Leave a Reply