দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানাচন গানকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাঁকী আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার জয়রাপুর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জয়রামপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে পদ্মানাচন গানের আসর বসে। গান শুনতে গিয়ে মনোজ ও মহিন নামে দুই যুবক অশালীন কর্মকান্ড ঘটালে লিটন মাষ্টারের লোকজন তাদের মারধর করে। এরই জের ধরে শুক্রবার দুপুরে জয়রামপুর বাজারে খলিল মেম্বর ও লিটন মাষ্টারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে জনি, তুহিন, আব্দুল আলীম, লিটন মাষ্টার, ছলিম ও হুমায়ন সহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছে।
Leave a Reply