কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র অবস্থায় বাড়িতে হামলা করে দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে রাজু আহম্মেদ (৩৭) নামের এক যুবককে ঘুম থেকে ডেকে তুলে এলোপাতাড়ি ভাবে গুলি করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত চারজন এজাহারভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়েছে এবং বাকি অন্যান্য আসামিরা এখন পর্যন্ত পলাতক। আসামিরা পলাতক থাকায় জীবন বাঁচানোর তাগিদে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সেইসাথে গ্রাম ছাড়া হতে হয়েছে মূল আসামি বক্কর-দাউদ মন্ডল পক্ষের সমার্থক পরিবারগুলোকেও। এদিকে রাজু হত্যাকাণ্ডের মূল আসামী বক্কর-দাউদ মন্ডলের পরিবার সহ অন্যান্য আসামীদের পরিবার ও তার পক্ষের সমর্থকদের পরিবারগুলো গ্রাম ছেড়ে অন্যত্র থাকার সুবাদে নিহতের পক্ষ মামুন গ্রুপের সর্মথকরা সুজন, আশরাফুল, নেহাল, কলিম, শাহজাহান, আব্দুল, মান্নান, মজিবর, তাজু, রিপনের সহ বেশ কয়েকজনের বাড়ি রাতের আধারে ভাঙচুর ও বাড়ি ঘরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র এবং গবাদি পশু লুটপাট করে নিয়ে গেছে। এছাড়া প্রতিদিন দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে মামুন গ্রুপের সমর্থকরা ভাঙচুর ও লুটপাটের মহোৎসব শুরু করে। তাছাড়া অনেক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে অবশিষ্ট জিনিসপত্র ও ঘরবাড়ির অংশবিশেষ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন থেকে চলে আসা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভাঙচুর ও লুটপাট সহ হত্যার মতো যে ঘটনা ঘটে চলেছে এগুলো বন্ধ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি। সামাজিক কোন্দল বন্ধ করা না গেলে এক সময় এই গ্রাম মানুষ শূন্য হয়ে পড়বে বলেও তারা জানান। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, রাজু হত্যা মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও নতুন করে এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ঘটতে না পারে সেজন্য মামলার তদন্তকারী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।
Leave a Reply