1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:28 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

   পত্রিকায় সংবাদ প্রকাশের পর অফিসে এসে সম্পাদককে ম্যানেজের মিশনে কুমারখালী যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী

  • প্রকাশিত সময় Wednesday, October 6, 2021
  • 341 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাণিজ্য, উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করার অপরাধে বেতন বন্ধ, সহকর্মি শিক্ষকদের সাথে দুর্বব্যহারসহ বিস্তর অভিযোগের ফিরিস্তি দিয়ে তথ্য-ভিত্তিক সংবাদ প্রকাশ হওয়ায় পত্রিকা অফিসে এসে সম্পাদককে ম্যানেজ করার মিশনে নেমেছেন সহকর্মিকে নিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলা যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। তার এ মিশন সাকসেসফুল হতে তিনি এক কথিত শিক্ষক কাম-সাংবাদিককে নিয়ে নানা হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। কথিত ওই শিক্ষক কাম সাংবাদিকের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হুমকি-ধামকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। শিক্ষক কাম সাংবাদিক পুলক’র কিচ্ছা কাহিনী এখানেই শেষ নয়। তিনি এমপিও ভুক্ত ধারী একজন শিক্ষক হয়ে শ্রেনী কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে দিনভর জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাঙ্গনে ক্যামেরা ঘাড়ে নিয়ে দাপট দেখিয়ে বেড়ান বলেও ব্যাপক অভিযোগও রয়েছে। এ সব বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেপ্টেম্বর মাসের ২২ তারিখে ঢাকা ডিজি অফিস থেকে সংঘঠিত ঘটনার তদন্তের জন্য পত্রসহ তদন্ত কমিটির আশার প্রক্রিয়া চলছে বলে একটি সুত্র জানিয়েছে।

একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সাংস্কৃতিক জনপদ হিসেবে খ্যাত কুমারখালী উপজেলার যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এলাকার ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। সরকারী বিধি অনুযায়ী বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের জন্য পত্রিকায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা, অভিজ্ঞতার কাগজ পত্র এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে। এর পর একটি নির্ধারিত দিনে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বচ্চ নম্বরধারীকে সংশ্লিষ্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পর একটি নির্ধারিত সময়ের পরে শিক্ষাগত যোগ্যতার মুল সনদ, বিদ্যালয়ের অন্য সকল শিক্ষকদের একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত শিক্ষক প্যানেল এমপিও ভুক্ত শিক্ষকের জন্য প্রেরণ করতে হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিস থেকে খুলনা ডিজি অফিসে প্রেরিত হয়। সকল দপ্তরে যাচাই-বাছাই শেষে উল্লেখিত শিক্ষকের এমপিও অনুমোদন হলে তিনি সরকারী কোষাগার থেকে বেতনভুক্ত হন। কিন্তু যুদবয়রা উত্তর চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১০ জন শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে এসব নিয়ম না মানার অভিযোগ রয়েছে। সুত্রটি জানায়, কুমারখালি উপজেলা যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী ভুয়া, জাল সনদ, টেম্পারিং করা এবং লেমিনেটেড সার্টিফিকেট দিয়ে এবং নিজেই সকল শিক্ষকের স্বাক্ষর করে শিক্ষক প্যানেল বানিয়ে শিক্ষা অফিসের যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে একের পর এক শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানাকে ২০০৬ সালে শাখা শিক্ষক হিসাবে নিয়োগ দেখিয়ে তার কাছ থেকে ৭ লক্ষ টাকা গ্রহনের অভিযোগ রয়েছে। সুত্রটি আরও জানায়, ওই সময়ে শাহেরা সুলতানার নিয়োগের বোর্ডের চিঠি ও পরিদর্শকের স্বাক্ষর জাল করে সকল কাগজপত্রের ফাইল খুলনা ডিডি অফিসে প্রেরণ করে। বোর্ড কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তারা সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার কাগজপত্র যাছাই-বাছাই করে তা সঠিক না হওয়ায় তার এমপিও ভুক্ত স্থগিত করে। এর পর ২০০৩ সালের  ব্যাক ডেটে বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষিকা হিসেবে এস, এস, সি, এইচ, এস, সি ও ডিগ্রী পাশের সার্টিফিকেট লেমিনেটেড করে উক্ত পদে নিয়োগ দিয়ে এমপিও ভুক্তির জন্য আবেদন করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে চলতি বছর ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার ইনডেক্স নম্বর পড়ার কথা রয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই সবশেষ যাচাই-বাছাই শেষে ঢাকা ডিজি অফিস আরও একটি ইনডেক্স নম্বর পড়ার পর ব্যাংকে তার হিসেবে বেতন চালু হবে বলে জানা গেছে। সুত্রটি জানায়, এসব কার্য করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার এস, এস,সি পাশ সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন স্কুল, কুমারখালী বাঁশগ্রাম কলেজ থেকে এইচ, এস, সি এবং খোকসা কলেজ থেকে ডিগ্রি পাশের সনদ রয়েছে। সুত্রটি বলছে, সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার সকল সনদই লেমিনেটেড করা এর কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে তার সকল সনদ হারিয়ে গেছে। বিধি অনুযাী হারানো সনদের অনুকুলে জিডি করে তার পর সংশ্লিষ্ট বোর্ড, বিশ^বিদ্যালয় থেকে মুল সনদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানা ক্ষেত্রে তা করা হয়নি। সুত্রটি বলছে, প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সাথে ওই শিক্ষিকার অন্তরঙ্গ সম্পর্কের পাশাপাশি তার কাছ থেকে মোটা অংকের আর্থিক ফায়দাও লুটেছেন তিনি। সুত্রটি বলছে, উক্ত শিক্ষিকার সকল সনদসহ তার কাগজ-পত্রের ফাইল কুমারখালি উপজেলা ও জেলা শিক্ষা অফিস পার করে খুলনা ডিডি অফিসের পিয়ন আনোয়ার ও হেডকিলার্ক মোঃ মনিরুজ্জামান মনির কে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে ২০০৩ সালে ব্যাক ডেটে বাংলা শিক্ষক পদে নিয়োগ দেখানো হয় বলে জানা গেছে। এ বিষয়ে এ প্রতিবেদক, খুলনা ডিডি এসএম আব্দুল খালেক সাহেবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,  উপজেলা ও জেলা অফিস পার করে এখানে এসেছে। এ বিষয়ে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে কথা বলার পরামর্শ প্রদান করেন তিনি।  খুলনা ডিডি অফিসের হেডকিলার্ক মোঃ মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ্য ঢাকাতে চিকিৎসাধীন আছি। আপনি আগামী রবিবার সন্ধার পর ফোন দিবেন বলে জানান তিনি।  ৪ লক্ষ ৫০ হাজার টাকার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিজি অফিসে এক কর্মকতা জানান, শাহেরা সুলতানার ইনডেক্স নম্বর ১৯ সেপ্টেম্বর বসবে। ‘খুলনা শিক্ষা অফিস তো না, ওইটা দূর্নীতির শিক্ষা অফিস, আর মনিরুজ্জাামানের বিরুদ্ধে অনেক অবজেকশন আছে,  তার পরও কাজ করে যাচ্ছে সে,।

এ সব তথ্যের উপর যাচাই-বাছাই করে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত মঞ্চ ও কুষ্টিয়ার কাগজ পত্রিকায় গত ২০ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গত ২২ সেপ্টেম্বরের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও তার সহকর্মি শিক্ষক কাম-সাংবাদিক পুলক এন, এস রোডস্থ দৈনিক মুক্ত মঞ্চ পত্রিকার সম্মাদকীয় কার্যালয়ে দুপুর অনুমান ১২টার দিকে হটাৎ পত্রিকা অফিসে প্রবেশ করে। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজাকে শিক্ষক কাম সাংবাদিক পুলক পত্রিকার অনলাইন থেকে সংবাদটি সরিয়ে ফেলার হুমকি এবং সংবাদ প্রকাশে বিরত থাকতে হুমকি-ধামকি প্রদান করেন। সম্পাদক রেজাউল করিম রেজা তাকে উত্তেজিত না হয়ে বিনয়ের সাথে কথা বলার পরামর্শ প্রদান করেন। এর পর থেকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজাকে ম্যানেজ ও হুমকি-ধামকি দিয়ে আসছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল অনুমান ১১টায় অন্যএকটি মাধ্যম থেকে মুঠোফোনে ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজাকে পুৃনরায় ম্যানেজসহ নানা রকম কথা বার্তা বলেন বলেও অভিযোগ রয়েছে। সুত্রটি বলছে, প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। সুত্রটি বলছে, বিদ্যালয়ের যে সকল শিক্ষকদের বেতন চালু রয়েছে তাদের কাছ থেকে আর্থিক ফায়দা লুটে থাকেন। এ ছাড়া শিক্ষক কাম-সাংবাদিক পুলক গংরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা আদায়ের বিরুদ্ধে কুমারখালী ও খোকসা থানায় অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এসব বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বিকার করে বলেন, আমার কাছে ফাইল আসলে আমার মত দেখে আমি ছেড়ে দেই। এর পর যার যার মত সে তার নিজ ফাইল সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করে থাকেন। আর আপনারা কার কাছে কি শুনছেন তাই লিখবেন, আমার সাথে সরাসরি কথা বলেন, আমি সকালে আপনার অফিসে এসে স্বাক্ষাতে কথা বলি, বলে এ প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। পত্রিকা অফিসে এসে সম্পাদককে ম্যানেজ ও হুমকি প্রদানের বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, আসলে আমি কোন হুমকি-ম্যানেজ করতে পত্রিকা অফিসে যাইনি। নিজে থেকে সেখানে গিয়েছি, কেন কি ভাবে সংবাদটি হলো সে বিষয়ে জানতে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640