কুমারখালী প্রতিনিধি ॥ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জায়গায় রয়েছে বড় বড় গাছ। গাছ গুলো অপসারণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও বাউন্ডারি নির্মাণের কাজ ঝুলে আছে। নির্মাণ কাজের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। দীর্ঘ সময় পার হলেও গাছে সমাধান মেলেনি। ফলে নির্মাণ কাজ এখনও শুরু করতে পারিনি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শুরু না হলেও দুইটি কাজেরই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বাকী কাজটির মেয়াদ আছে আর মাত্র দুইমাস।এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম। উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্র জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প খাতের আওতায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ভবন নির্মাণের অনুমোদন দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পাদনের জন্য ২০২০ সালের ১৭ নভেম্বর চুক্তিবদ্ধ হন কুষ্টিয়ার আলামপুর এলাকার সৈকত এন্টার প্রাইজ। উন্নয়ন কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৩ লক্ষ ৪২ হাজার ২৯ টাকা এবং চুক্তিমূল্য ৭২ লক্ষ ৯১ হাজার ৯৪৭ টাকা। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ২৪ নভেম্বর কাজ শুরু হয়ে চলতি বছরের ২৩ আগষ্ট কাজ শেষ করার কথা ছিল ঠিকাদার প্রতিষ্ঠানের। কিন্তু ভবন নির্মাণের নির্ধারিত স্থানে বড় একটি বটবৃক্ষ থাকায় মেয়াদ শেষ হলেও এখনও কাজ শুরু করতে পারিনি ঠিকাদার। ফলে বিদ্যালয়ে ভবন নির্মাণ বা উন্নয়নের কাজ ঝুলে আছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্র আরো জানায়, ২০২০ সালের ১৫ ডিসেম্বর পাথরবাড়িয়া ও শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নির্ধারিত স্থানের গাছ অপসারণ না হওয়ায় এখন নির্মাণ কাজ শুরু করতে পারিনি ঠিকাদার। প্রায় ২৮ লক্ষ ৩৩ হাজার ৫৩৭ টাকা প্রাক্কলিত ও ২৪ লক্ষ ৬৪ হাজার ৮৬০ টাকা চুক্তিমূল্যে একাজটির ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোঃ আয়েজ উদ্দিন। জানা গেছে, প্রায় ৯৬ লক্ষ ৫১ হাজার ৭৩৬ টাকা প্রাক্কলিত ও ৭৯ লক্ষ ৯৮ হাজার ৯৪২ টাকা চুক্তিমূল্যে উপজেলার চাদুপর ইউনিয়ের জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাশরুম উন্নয়নের অনুমোদন দেয় স্থানীয় সরকার প্রকৌশলী কর্তৃপক্ষ। উন্নয়ন কাজের জন্য চলতি বছরের ১৩ এপ্রিল টেন্ডারের মাধ্যমে চুক্তিবদ্ধ হন কুষ্টিয়া থানাপাড়ার মেসার্স মুন কনষ্ট্রাকশন। এবছরের ২০ এপ্রিল কাজ শুরু হয়ে আগামী বছর ৪ জানুয়ারি কাজ শেষ করার কথা ঠিকাদার প্রতিষ্ঠানের। একাজের মেয়াদ বাকী আর মাত্র প্রায় দুইমাস। কিন্তু উন্নয়ন কাজের স্থানে গাছ থাকায় এখনও কাজ শুরু করতে পারিনি ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রহিম বলেন, ‘ বিদ্যালয়ের গাছ অপসারণ না হওয়া প্রায় দুইকোটি টাকার উন্নয়ন কাজ ঝুলে আছে। ইতিমধ্যে দুইটি প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে, কিন্তু কাজ শুরু হয়নি। শিক্ষা অফিসকে বারবার তাগিদ দিয়েই কোন লাভ হয়নি। ‘এবিষয়ে মাজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান বলেন, বিদ্যালয়ে ৪১০ জন শিক্ষার্থী।দুইটি ভবন আছে। আরো একটি ভবন নির্মাণ হওয়ার কথা।কিন্তু গাছের কারণে কাজ শুরু হয়নি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের জমি সংকট থাকায় গাছ কাটা ছাড়া ভবন নির্মাণ সম্ভব নয়। একটি বটগাছ ও দুইটি মেহগুনি গাছ বাধা হয়ে দাঁড়িয়েছে।’ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শরিফুল ইসলাম বলেন, ‘ বিদ্যালয়ের গাছ কর্তনের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। বেশকিছু প্রসেসিংও আছে। আমরা নিয়ম মেনে গাছ কর্তনের ব্যবস্থার জন্য চেষ্টা করছি। ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ গাছের জন্য উন্নয়ন কাজ ঝুলে আছে এমন বিষয় আমার জানা নেই। শিক্ষা অফিস কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখা হবে বিষয়টি। ‘
Leave a Reply