বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সহ আসেপাশের জেলা উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে ‘চায়না দুয়ারি’। আর এ ফাঁদ দিয়ে নির্বিঘ্নে মাছ ধরছে একটি চক্র। এই ফাঁদে পড়ে দেশীয় মাছের প্রজাতি সহ ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ । চায়না দুয়ারি হচ্ছে মাছ ধরার এক ধরনের ফাঁদ। গোলাকার ও চতুর্ভুক্ত কাঠামো আকৃতির চারপাশে চায়না জাল দিয়ে এই ফাঁদ তৈরি করা হয়। এটি ৫২ হাত থেকে ৭০ হাত পর্যন্ত লম্বা হয়। তবে এই চাইনা দুয়ারি জালটি কি এনিয়ে কথা হয় কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তার সাথে তিনি জানান, এটি একটি বিশেষ ধরনের চাইনা জাল। আর এই জালটি মাছের জন্য অত্যান্ত ক্ষতিকর এই জালে যদি মাছের ডিমও প্রবেশ করে তাহলে ডিমও এইজালে আটকা পড়ে। এই ফাঁদ দিয়ে দৌলতপুরের পদ্মা ও মাথাভাঙা নদীতে কিছু লোভী শিকারি নির্বিঘ্নে মাছ ধরছে এমন খবর দৌলতপুর উপজেলা মৎস্য অফিসের কাছেও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা । উপজেলার ফিলিপনগর, মরিচা, চিলমারি, রামকৃষ্ণপুর, খলিসাকুন্ডি, প্রাগপুর সহ বিভিন্ন এলাকায় এই চায়না দুয়ারি ফাঁদ দিয়ে ধরা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা বাজারে বিক্রি হচ্ছে। এই দুয়ারি নদীর পানিপ্রবাহে বাধার সৃষ্টি করে। এর জালের ছিদ্র ছোট হওয়ায় ছোট বড় কোনো মাছ বের হওয়ার সুযোগ পায় না। ফলে মাছের বংশ বিস্তারে বিঘ্ন ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক চিলমারি ইউনিয়নের এক মাছ শিকারি জানান, চায়না দুয়ারি নদীর তলদেশে বসানো হয়। উভয় দিক থেকে ছুটে চলা যে কোনো মাছ সহজেই এতে আটকা পড়ে। একবার মাছ ঢুকে পড়লে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। মাথাভাঙা নদীরএক মাছ শিকারি জানান, নদীতে যে জায়গায় এই ফাঁদ পাতা হয় তার ওপর থেকে চিহ্ন রাখতে বাঁশের খুঁটি বসানো হয়, যা দেখে সহজে বোঝা যায়, সেখানে চায়না দুয়ারি পাতা হয়েছে। উপজেলার পদ্মা নদীতে মাছ ধরে এমন কয়েক জন জেলের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রকারভেদে চায়না দুয়ারির দাম ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়। তবে আগে একটু কম ছিল। এখন বেবহার বাড়ায় দামও বেড়েছে। তাছাড়া এই জালগুলো পার্শ্ববর্তী রাজশাহী জেলা ও কুষ্টিয়া জেলা শহর থেকেই বেশি কিনাহয় এমনটি জানালেন শিকারিরা। এবিষয়ে কথা হয় চিলমারীর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আহমেদের সাথে তিনি জানান, ‘আমেদের ইউনিয়নে জেলেরা এই চাইনা দুয়ারি দিয়ে মাছ শিকার করছে । কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে ওই মাছের বংশ ধ্বংসের ফাঁদ অধিক মূল্যে বিক্রয় করেন। তবে এর কার্যকারী কোন পদক্ষেপ নিতে দেখাযায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আছে আমরা দ্রুত অভিযান পরিচালনা করবো। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, চায়না দুয়ারি আমাদের দেশীয় জাতের মাছ ধ্বংস করছে, এটা সত্য। আমরা এ বিষয়ে জেলা সব উপজেলা মৎস্য কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দিয়েছি এই ফাঁদ প্রতিরোধ করতে এবং জেলেদের নিরুৎসাহিত করতে ইতিমধ্যে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি।
Leave a Reply