কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাট – বাজার গুলোতে পাওয়া যাচ্ছে আগাম শীতকালীন ফুল কপি, বাঁধা কপি, পালং শাকসহ হরেক রকম সবজ্বি। তবে সবজ্বি গুলোর দাম যেন আকাশ ছোঁয়া। চাকুরিজীবি ও ব্যবসায়ীরা শখ করে আগাম সবজ্বি ক্রয় করলেও তা থেকে অনেক দুরে নিম্ন আয়ের মানুষ গুলো। জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলীয় সবচেয়ে সাপ্তাহিক কাঁচাবাজাররে হাট বসে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায়। এহাটটি সপ্তাহের প্রত্যেক রোববার বসে। হাট খুব সকাল থেকে রাত ১১ থেকে ১২ টা পর্যন্ত চলে। হাটে হাজার হাজার ক্রেতা বিক্রেতার আগমন ঘটে। রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়,বাঁধা কপি, ফুল কপি, পালং শাক, আলু,পটল,ঢেরস,মরিচ,বেগুন,শসা,ঝিঙে,কুমড়া,কাচা কলা সহ প্রভূতি শাক সবজ্বি। তবে সবজ্বি গুলোর আগুন ঝরা দাম। বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মরিচ প্রতিকেজি ১৬০ টাকা, ফুল কপি ১০০ টাকা, বাঁধা কপি ৫০ টাকা, সিম ১০০ টাকা, শশা ৪০ টাকা, আলু ১৮ টাকা, পটল ৪০ টাকা, মূলা ৪০ টাকা, পিঁয়াজ ৫০ টাকা, রসুন ৪০ টাকা, কচু ১০ টাকা, আদা ১০০ টাকা, করোলা ৫০ টাকা, লাল শাক ১০ টাকা আটিতে বিক্রয় হচ্ছে। যা গত সপ্তাহে মরিচ ১২০ টাকা, ফুল কপি ১০০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা, সিম ১২০ টাকা, শশা ৪০ টাকা, আলু ১৮ টাকা,পটল ৪০ টাকা, মূলা ৫০ টাকা,পিঁয়াজ ৪০ রসুন ৩৫ টাকা, কচুঁ ১০, আদা ১২০ টাকায় বিক্রি হয়েছিল। এবিষয়ে দিনমজুর সবুর শেখ বলেন, ‘ কাঁচামালের প্রচুর দাম। গত সপ্তাহে একশ টাকায় ব্যাগ ভর্তি সবজ্বি কিনেছিলাম। কিন্তু আজ তার অর্ধেকও হয়নি একশ টাকায়।’ নাম প্রকাশে একজন সরকারি চাকুরিজীবি বলেন, ‘ বাজারে আগাম শীতকালীন সবজ্বি পাওয়া যাচ্ছে। কিন্তু আকাশ ছোঁয়া দাম। শখ করে কিছু সবজ্বি কিনেছি। কাঁচা মরিচ ১৬০ টাকা কেজিতে কিনেছি।’ জয়বাংলা বাজারের সবজ্বি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘ ফুল কপি, বাঁধা কপিসহ কিছু শীতকালীন সবজ্বি উঠেছে। তবে দাম বেশি হওয়ায় বেচাবিক্রি কম।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ প্রতিদিনের খাদ্য তালিকায় সবজ্বি অপরিহার্য। চাহিদাও বেশি। তবে দামের বিষয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘ বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’
Leave a Reply