মার্কিন জেনারেল মার্ক মিলে বলেছেন, সেনাবাহিনীর জেনারেলরা প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান হতে দ্রুত সেনাদের সরিয়ে না আনার পরামর্শ দিয়েছিলেন। কারণ এতে, আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানে থাকা পারমাণবিক অস্ত্রভা-ার ওপর চরম ঝুঁকি সৃষ্টি হতে পারে।
সেনাবাহিনীর সশস্ত্র সিনেট কমিটির এক বৈঠকে এসব কথা বলেন মার্ক মিলে। তিনি বলেন, আমাদের ধারণা ছিলো যে আফগানিস্তান থেকে সেনা চলে আসার পর আঞ্চলিক অস্থরতা দেখা দেবে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা ও এর পারমাণবিক অস্ত্রভা-ার পড়বে হুমকিতে।
বৈঠকে মার্ক মিলে পাশাপাশি জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জিও ছিলেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে চলে আসার পর আমাদের নতুনভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। এতে কূটনৈতিক সম্পর্ক আরো জটিল হওয়ার সম্ভাবনা আছে। আমার বিশ্বাস, তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পরিস্থিতি আরও জটিল করে তুলবে।
Leave a Reply