কাগজ প্রতিবেদক ॥ মানতের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় দুই শিশু শিক্ষার্থীর বই কেড়ে নিয়ে তাদের স্কুল থেকে বহিস্কার করার অভোযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনার পর ওই শিক্ষিকার বিচার দাবি করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল ভাদালিয়া পাড়ার ইসলামি শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত শিশু শিক্ষা কার্যক্রম স্কুলে। জানাযায়, ওই স্কুলের শিশু শ্রেণীর শিশু শিক্ষার্থী রফিজুল ও লামিয়ার এক বছর বয়সের ছোট ভাইয়ের ঝাউদিয়া শাহী মসজিদে খাসি মানতের অনুষ্ঠান ছিল আজ। সে উপলক্ষে সকাল থেকেই তাদের আতœীয় স্বজন আসতে থাকে অভিভাবক ওহিদুলের বাড়িতে। সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে হাজির হয় শিক্ষিকা মোছা: আসমা সুলতানা। কেন তাকে দাওয়াত দেয়া হয়নি কৈফিয়ত চান স্কুলের শিক্ষিকা। অভিভাবকদের সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ওই দুই শিশু শিক্ষার্থী দুজনকে স্কুল থেকে বহিস্কার করা হলো বলে মৌখিকভাবে জানিয়ে তাদের বই ও স্কুল থেকে প্রদত্ত শিক্ষা সামগ্রী কেড়ে নেন। এ ব্যাপারে শিশু শিক্ষার্থীর অভিভাবক ওহিদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের ১ বছরের শিশু ছেলের আজ মানতের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকা মোছা: আসমা সুলতানা কে তার বাড়িতে দাওয়াত না দেয়ায় রাগে শিশু শিক্ষার্থী লামিয়া ও রাফিজুল কে বহিস্কার করেছেন এবং তাদের বই পত্র কেড়ে নিয়ে গেছে। তার বিচার দাবি করেন অভিভাবক ওহিদুল। শিক্ষিকা মোছাঃ আসমা সুলতানার সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের সাথে আমার দরকার আছে আমার বাসায় আসেন। আমরা কেন আপনার বাসায় যাবো? পরে তিনি বলেন আমার স্কুলে আসেন। আমি এমন কোন অপরাধ করিনি যে আমার ভিতরে ভয় আছে। তারা আমার ছাত্রই না। তিনি বলেন, ওই অভিভাবকেরা তাদের বাচ্চাদের একশ টাকা দুই টাকা বেতন দিয়ে পড়াইতে চাই আমি সেটা পড়াই নাই। আমি যদি তাদের বাসায় যেতে না পারি তাদের সাথে কথা বলতে না পারি আমি তাদের বাচ্চাদের কিভাবে পড়াবো। বই কেড়ে নেয়ার বিষয়ও অস্বীকার করেন।
Leave a Reply