ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিদি ॥ অসুস্থ বৃদ্ধা হালিমা খাতুন, প্যারালাইসিস রোগী মুকুল হোসেন, প্রতিবন্ধী আব্দুল হক, রাজু, দাউদ মৃধা, তোয়াজ আলী ও তাঁর মেয়ে অপারেশন রোগী রেকসোনা খাতুনসহ আরও কয়েকজন অসহায় মানুষ চিন্তিত মন ও চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলের অফিসে। সবাই সহযোগিতা পেয়ে ফিরে গেলেন হাসি-খুশি মুখ নিয়ে। এদের সমন্ধে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদক জাকির হোসেন বুলবুল বলেন, এরা অসুস্থ ও অসহায়। শরীরের রোগ নিয়েই কর্মে বের হচ্ছে। শুধুমাত্র ওষুধ কিনতে। তারপরও দুমুঠো খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে তাদের। ওষুধ কিনবে কিভাবে। আমি আমার সাধ্যমত ওষুধ কিনতে সহযোগিতা করছি। তাঁরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই দোয়া করি। সমাজের সচ্ছল ব্যক্তিরা এদের পাশে দাড়াতো তাহলে অনেক চাপা কান্না, কষ্ট দুর হয়ে যেতো। এসময় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা বলেন, এসব অসুস্থ ব্যক্তিদের ওষুধ কিনে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদক জাকির হোসেন বুলবুল। তিনি প্রকৃত অসহায় দুস্থ অসুস্থ কাউকেই আসলে ফিরিয়ে দেন না। ঠিকানা রেখে পরে তার খোঁজ খবর নেন নিয়মিত। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তার ফারাকপুর রেলগেট সংলগ্ন অফিসে প্রতিবন্ধী ও অসুস্থ অসহায়দের মাঝে চিকিৎসাবাবদ নগদ টাকা প্রদাণ করতে দেখা গেলো তাকে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, পৌর এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ড্রাইভার কল্যান সমিতির সভাপতি উবাইদুল হক, যুবলীগ নেতা মাহমুদ হোসেন হিল্লোল, কলম ভান্ডারী, প্রমূখ।
Leave a Reply