কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কৃতি সন্তান মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীকে ভোলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মামুনুর রশিদ চৌধুরীর পুত্র। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ইতোপূর্বে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জাতীয় সংসদের মাননীয় স্পীকারের সহকারী একান্ত সচিবের(উপসচিব) দায়িত্ব পালন করেছেন। ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তার জন্য কুষ্টিয়াবাসীর শুভ কামনা জানিয়েছেন।
Leave a Reply