কাগজ প্রতিবেদক ॥ সাপ দেখে ভয় পায় না এমন মানুষ সমাজে পাওয়া যাবে না। আবার মাঝে মধ্যেই শোনা যায় সেই বিষাক্ত কামড়ে মানুষের মৃত্যুর খবর। কিন্তু সাপের দেবী মোনসাকে সন্তুষ্ট করার জন্য সেই বিষধর সাপ নিয়ে করা হয় ঝাপাং খেলা। তেমনি ভাবে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নানদিয়া হারুরিয়া গ্রামে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপাং খেলা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে শতাধীক গোখরা সাপ নিয়ে ৯টি দলে বিভক্ত হয়ে শতাধীক সাপুড়ে এই খেলায় অংশ নেন। পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন এই খেলার উদ্বোধন করেন। ঝাপাং খেলা দেবী মোনসার সন্তুষ্টির জন্য করা হলেও, এটি এখন রিতিমত উৎসব মুখর প্রতিযোগিতায় রুপ নিয়েছে। তাই এই খেলা উপলক্ষে উৎসবে মেতে উঠে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নানদিয়া হারুরিয়া গ্রাম। সাপের খেলার প্রতিযোগীতা দেখতে পাটিকাবাড়ি ইউনিয়নের নানদিয়া হারুরিয়া গ্রামের এরশাদ আলীর বাড়ীর আঙ্গিনায় জড়ো হয়েছে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী পুরুষ এবং শিশু! আয়োজকরা জানান, সাপকে নিয়ন্ত্রণের সুবিধার্থেই এবং দর্শকদের সামনে ভালোভাবে উপস্থাপনের জন্য শুকনা এবং উঁচু স্থানে মঞ্চ তৈরী করা হয়। ওই মঞ্চের চারপাশে পানির বোতল দিয়ে উচ্চতা নির্ধারন করা থাকে। খেলা শুরুর পর থেকেই পৃথক দুই দল নিজস্ব ঢঙে স্বপক্ষে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ এবং গানের মাধ্যমে যুক্তি উপস্থাপন করে তার মতামতের সঠিকতা প্রদর্শনে লিপ্ত থাকে। যেখানে প্রত্যেক সাপুড়ে তাদের মাহাত্ম্য প্রচারে উন্মুখ হয়ে ওঠে। এসময় তাদের নাচে গানের মধ্যে যে সাপ যত বেশি সময় ফনা তুলে নির্দিষ্ট উচ্চতায় বুকের ওপর ভর করে দাঁড়িয়ে থাকতে পারে সেই সাপ এবং তার মালিক সাপুড়ে বিজয়ী হয়। খেলায় বাদ্যের তালে সাপুড়ের নাচে, সাপুড়ে এবং সাপের মধ্যে এক ছন্দের তৈরী হয়। সেই ছন্দে ফনা তুলে সাপ তার ওস্তাদ সাপুরের দিকে মুখ করে লম্বা ফনা তুলে নাচতে থাকে। প্রতিযোগিতায় স্থান নির্ধারনের জন্য ৩ থেকে ৫ সদস্যের বিচারক প্যানেল থাকে। সাপের খেলার এই প্রতিযোগীতায় অধিকাংশ ক্ষেত্রেই খাশি ভেড়া এবং রাজহাস পুরস্কার হিসেবে দেওয়া হয়। আয়োজক এরশাদ আলী জানান, তিনি কিছুদিন ধরে স্বপ্নে দেখছেন তাকে সাপে কামড় দিচ্ছে বা সাপ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এ বিষয় নিয়ে তিনি বিভিন্ন কবিরাজের কাছে গেলে তারা দেবী মনোসার সন্তুষ্টি লাভ করার জন্য ঝাপাং খেলার আয়োজন করার পরামর্শ দেন। সেজন্য তিনি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই খেলা আয়োজন করেন। প্রতিযোগিতায় ৯টি দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিষাক্ত সাপ নিয়ে আসা শতাধিক সাপুড়ে অংশগ্রহন করেন। ঝাপাং খেলাকে এখন উৎসব হিসেবেই গ্রহণ করেছে এই এলাকার মানুষ। সাপুড়েদের সঙ্গে আসা বিভিন্ন প্রজাতির বাহারি ও ভয়াবহ এক পাল জ্যান্ত সাপ এই ঝাপাং উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে। কুষ্টিয়ার মানুষের কাছে খুব একটা পরিচিত না হলেও স্বাধীনতার পর থেকে সর্পদেবীকে সন্তুষ্ট করার লক্ষে ধান কাটা উৎসবের পর গ্রামের লোকজন এই ঝাপাং খেলা উপভোগ করতো। সাপের ঝাপাং খেলাটি পরিচালনা করেন পাটিকাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মাষ্টার, ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক ও পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন ৷
Leave a Reply