ধর্ম যার যার, অধিকার সবার ঃ
কাগজ প্রতিবেদক ॥ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গোৎসবে কোন ধরণের বিশৃংখলা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, উচ্চ স্বরে গান-বাজনা করা যাবে না। কেননা কোভিড-মহামারি আমরা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। প্রতিটি মন্দিরে আইনশৃংলাবাহিনীর কড়া নজরদারিত্ব থাকবে। ধর্ম যার যার অধিকার সবার। গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সবে মাত্র করোনা মহামারি কাটাতে শুরু করেছি এখনও পুরোপুরি কাটিয়ে উঠাতে পারিনি। তাই স্বাস্থ্যবিধি মেনে সকলে মাক্স পরিধান করে আমরা শারদীয় দুর্গোৎসব পালন করতে চেষ্টা করবো। কোন ধরণের বিশৃংখলা, অনিয়ম সহ্য করা হবে না। শান্তিপুর্ণ পরিবেশে উৎসব আয়োজন করতে হবে। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, স্থানীয় সরকার দপ্তরের উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) ওবাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, জেলা পুর্জা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ অনুপ কুমার নন্দী, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেশ কিছু গুরুত্বপুর্ণ সিন্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply