ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর।
বুধবার নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই গবে, প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।
বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় সিরাজগঞ্জ-৬ আসনের উপ নির্বাচন, সপ্তম ধাপের পৌর নির্বাচনেরও তারিখ চূড়ান্ত করা হয়। আগামী ২ নভেম্বর ওই নির্বাচন হবে।
পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ুন কবীর, ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান, এস এম আসাদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না।
দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোটের পর ডিসেম্বরের মধ্যে পরবর্তী ধাপে সব ইউপির ভোট শেষ করার কথা রয়েছে ইসির। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে।
সিরাজগঞ্জ-৬ উপ নির্বাচন
আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনে উপ নির্বাচন হবে ২ নভেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ অক্টোবর; প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
১০ পৌরসভার ভোট
আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনে উপ নির্বাচনের দিনই সপ্তম ধাপের ১০ পৌরসভায় নির্বাচন হবে।
সেজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ১১ অক্টোবর। আর ১৭ অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করা যাবে।
এই ১০ পৌরসভা হল- নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।
এসব পৌরসভায় সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিরাজগঞ্জ-৬ ও ১০ পৌরসভার পাশাপাশি ২০ ইউপিতে ইভিএমে ভোট হবে। বাকি ইউপিগুলোতে ব্যালট পেপারে হবে ভোটগ্রহণ।
সংরক্ষিত মহিলা আসন-৪৫ এর উপ নির্বাচন
জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শুন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-৪৫ এর উপ নির্বাচন নিয়েও কমিশন বৈঠকে আলোচনা হয়।
এ নির্বাচনের তারিখ নিয়ে পরবর্তী বৈঠকে আবার আলোচনা হবে বলে জানান ইসি সচিব।
চার মাস পর করোনায় সর্বনি¤œ মৃত্যু
এনএনবি : দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা চার মাস পর সর্বনি¤œ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ১৭৮ জনের মধ্যে।
এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ২১ মার্চের পর সবচেয়ে কম। সেদিন সারা দেশে ১৬ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল, তবে তার নিচে আর নামেনি।
ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারে দেশে সংক্রমণ বাড়তে থাকলে অগাস্ট মানে এক দিনে মৃত্যুর সংখ্যা আড়াইশও ছাড়িয়ে গিয়েছিল। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে এ রোগে।
এক দিনে সাড়ে ২৮ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১২ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৪৯ শতাংশ ছিল।
শনাক্ত ও মৃত্যুর যে তথ্য প্রতিদিন আসছে তাদের বেশিরভাগই ঢাকা বিভাগের। গত এক দিনে শুধু এ বিভাগেই ৮৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের প্রায় তিন চতুর্থাংশ। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জনই ছিলেন ঢাকা বিভাগের।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৮হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৪ হাজার ৭২২টি নমুনা।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ০২ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন বাদে চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন রয়েছেন।
মৃতদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৬ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছিল।
তাদের মধ্যে ১৪ জন সরকারি হাসপাতালে এবং ৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ আগস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ২৭ লাখের বেশি রোগী।
Leave a Reply