কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেছেন, বাঙ্গালী জাতির অর্থনৈতিক, সামাজিক মুক্তির আলোকবর্তিকা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষের চারা ও চেক বিতরণসহ পৃথক কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আতাউর রহমান আতা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনীতিকে ছায়ার মতো অনুসরন করেই রাজনীতির দীক্ষা নিয়েছিলেন তিনি। পাকিস্তানী শাসকগোষ্টীর স্বৈরশাসনে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছিলো। মায়ের সংগে জেলখানায় পিতাকে দেখতে যেতে যেতে এক কঠিন সংগ্রামী ও দৃড়চেতা হয়ে উঠেছিলেন তিনি।
তিনি বলেন, ১৯৭৫-এ কলংকজনক আগষ্ট হত্যাকান্ডের সময় ঘটনাক্রমে দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের অনিবার্য মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যান। কিন্তু মৃত্যুযন্ত্রণার চেয়েও দুঃসহ যন্ত্রণাও কষ্ট নিয়ে গত চারটি দশক তাঁকে ‘জীবন জয়ের’ যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে। ‘৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সামরিক শাসক জিয়া ক্ষমতা দখল করে ইনডেমনিটি আইন করে বঙ্গববন্ধু হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করার পাশাপাশি খুনিদের পুরস্কৃত করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা সকল চড়াই-উতরাই অতিক্রম করে দেশের মানুষের জন্য সংগ্রাম করেছিলেন। আজ তাঁর ৭৫ তম জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন,¡ সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক ইব্রাহিম হোসেন। উক্ত অনুষ্ঠানটি স্বাগত বক্তা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জগতি এসএফএনটিসি আব্দুল হামিদ। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এর আগে তিনি বৃক্ষের চারা বিতরণ, অসহায়দের মাঝে চেক বিতরণ করেন।
Leave a Reply