কৃষি প্রতিবেদক ॥ সারা বিশ্বে তুলা একটি অতি গুরুত্বপূর্ণ আঁশ জাতীয় ফসল। বাংলাদেশের প্রায় ৯৩টি সুতা ও কাপড়ের কলের কাঁচা তুলার চাহিদা স্থানীয়ভাবে মেটানোর জন্য তুলার চাহিদা অপরিসীম। বর্তমানে দেশের বস্ত্র মিলগুলোর তুলার চাহিদা মেটাতে প্রতি বছর ৪ লক্ষ বেল তুলা আমদানি করা হচ্ছে। এদেশে তুলা উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত এদেশে তুলা উৎপাদনের পরিমান তেমন বেশি নয়। তুলা উন্নয়ন বোর্ডের সক্রিয়তায় বর্তমানে তুলা উৎপাদনের জমির পরিমান বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এদেশের গড়ে ৩৮-৪০ হাজার হেক্টর জমিতে প্রায় ১ লক্ষ বেল কার্পাস তুলা উৎপাদিত হচ্ছে। তুলার উপযোগী জমি ঃ তুলা চাষের জন্য উৎকৃষ্ট মাটি হল দোআঁশ ও বেলে দোআঁশ। তবে পর্যাপ্ত জৈবপদার্থ সমৃদ্ধ যেকোন মাটিতেই তুলার চাষ করা যায়। খুব বেশি বেলে বা কর্দমকণা সমৃদ্ধ মাটি তুলা চাষের জন্য উপযুক্ত নয়। যেসব জমিতে বৃষ্টির পানি দাঁড়িয়ে থাকে না বা স্বাভাবিক বন্যার পানি উঠে না এরূপ জমি তুলা চাষের জন্য নির্বাচিত করতে হবে। যে জমি স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত এবং যেখানে বৃষ্টির পানি ২-৬ ঘন্টার মধ্যে নেমে যায় না সেরূপ জমি তুলা চাষের জন্য নির্বাচন করা উচিত নয়। মাটির চঐ মান ৬.০-৭.৫ হওয়া উত্তম। মাটি বেশি অম্লীয় হলে জমিতে চুন প্রয়োগ করতে হবে। জমি তৈরি ঃ আমাদের দেশে বর্তমানে উন্ন পদ্ধতিতে তুলা চাষ করা হচ্ছে এবং এই সময়কাল হল বর্ষাকাল। বর্ষার অবস্থা বুঝে মাটিতে ‘জো’ থাকা অবস্থায় ৩-৪টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমতল করে তৈরি করতে হয়। পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়িয়া অঞ্চলে বর্ষা মৌসুমে তুলা চাষ করা হয়। পক্ষান্তরে দেশের অন্যান্য অঞ্চলে তুলার চাষ করা হয়। দেশের যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান কম, যে সমস্ত অঞ্চলে শ্রাবণের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জমি চাষ করে বীজ বপন করা হয়। এদেশের রংপুর-দিনাজপুর এলাকায় শ্রাবণ মাসের মধ্যেই বীজ বপন করা হয় এবং অন্যান্য সমতল অঞ্চলে ভাদ্র মাসে জমি তৈরি করে বীজ বপনের উপযুক্ত করা হয়। বীজ বপনের সময় ঃ আগাম শীত এলাকায় ( বিশেষ করে রংপুর দিনাজপুর এলাকা) শ্রাবণ মাস হতে ভাদ্রের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই বীজ বপনের কাজ শেষ করতে হবে। পাহাড়িয়া এলাকায় বর্ষা তীব্র আকারে শুরুর ১৫/২০ দিন পূর্বে (জমিতে ‘জো’ থাকা অবস্থায়) বীজ বপন করা উত্তম। অর্থাৎ খরা মৌসুমে তুলা আবাদের জন্য জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে বীজ বপন করতে হবে। উত্তরবঙ্গ ও পাহাড়িয়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শ্রাবণের মাঝামাঝি হতে ভাদ্রের মাঝামাঝি পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। তবে মধ্য শ্রাবণের দিকে বীজ বপন উত্তম। যদি কোথাও বিশেষ কারনে বীজ বুনতে দেরি হয় তবে তা অবশ্যই ভাদ্রের তৃতীয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। জাত নির্বাচন ঃ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ডেল্টাপাইন-১৬ নামক জাতটি এদেশে অনেক বৎসর যাবৎ আবাদ করা হয়েছে। এ জাতটির মূল গুনাগুন ঠিক না থাকায় এর ফলন এবং আঁশের মান অবনতি ঘটেছে। এই প্রেক্ষিতে ১৯৯০ সনে আমেরিকা থেকে ৮টি জাত এনে এদেশে উৎপাদনজনিত পরীক্ষা-নিরীক্ষার পর সিবি-১,সিবি-২ ও সিবি-৩ নামক ৩টি উচ্চ ফলনশীল জাত ব্যাপক আকারে এদেশে চাষাবাদের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সি.বি – ১ (ডেল্টাপাইন-৯০) জাতটি দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চল, যথা- বৃহত্তর যশোর-কুষ্টিয়া জেলার জন্য উপযোগী। সি.বি – ২ (ডেল্টাপাইন-৬১) জাতটি দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বৃহত্তর বগুড়া ও পাবনা অঞ্চলে চাষ করা হচ্ছে। সি.বি – ৩ (ডেল্টাপাইন – ৫০) জাতটি দেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং মধ্য অঞ্চলের বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ জেলায় চাষ করা হচ্ছে। বীজ প্রক্রিয়াজাতকরন ঃ বপনের সুবিধার জন্য তুলাবীজ ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তা ঝুরঝুরে মাটি বা শুকনো গোবর অথবা ছাই দিয়ে এমনভাবে ঘষে নিতে হবে যেন আঁশগুলো (ফাঁজ) বীজের গায়ে লেগে যায় এবং বীজ একটা হতে অন্যটা আলাদা হয়ে যায়। এছাড়া লঘু, সালফিউরিক এসিড দিয়ে বীজ আঁশ মুক্ত করেও বপন করা যায়। এতে বীজের গায়ে লেগে থাকা রোগ জীবানু ও পোকার ডিম নষ্ট হয়ে যায়।
Leave a Reply