কাগজ প্রতিবেদক ॥ ফ্যালকন সিকিউরিটি লি ঃ কর্তৃক বি.এ.টি.এর অধীনে বে-আইনী ও অন্যায়ভাবে এক জোগে ৫৩ জন শ্রমিক ছাটাই এর প্রতিবাদ ও পূনরায় চাকরিতে বহাল রাখার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে ছাটাইকৃত শ্রমিকগণ। গতকাল সোমবার দুপুরে বি.এ.টি.এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ছাটাইকৃত শ্রমিক শরিফুল ইসলাম ও সানোয়ারসহ অন্যান্য শ্রমিকগণ বক্তব্য রাখেন। শ্রমিকরা বলেন. আমরা দীর্ঘ ৪৮-৫০-বছর এই প্রতিষ্ঠানে চাকরি করছি, অথচ হঠাৎ করে তিন দিনের নোটিশে বে-আইনী ও অন্যায়ভাবে এক জোগে ৫৩ জন শ্রমিককে ছাটাই করেছে কতৃপক্ষ। তারা বলেন, পূনরায় চাকরিতে বহাল রাখার না হলে এই ৫৩জনকে পরিবারের লোকজন নিয়ে রাস্তায় বসতে হবে।
Leave a Reply