এনএনবি : ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগাম প্রস্তুতির পাশাপাশি শুরুতেই অপরাধ দমনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, তফসিল ঘোষণার পর থেকে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি, প্রয়োজনে সীমান্ত ও সাগর পথ সিল করা, বৈধ অস্ত্র জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নাশকতা ঘটতে পারে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নিয়েও ‘স্যাবোটাজের’ শঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভোটের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রাক-প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হয়। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন বাহিনী প্রধান, বিভাগ প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। নিয়ম অনুযায়ী সভার কার্যবিবরণী পরে উপস্থিতি ও সংশ্লিষ্টদের পাঠানো হয়।
সভায় বলা হয়, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোটদানে বাধা, ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ বাসাবাড়িতে হামলা বা অগ্নিসংযোগের আশঙ্কা থাকতে পারে। সেজন্য জরুরি সাড়াদানে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি আর্মি এভিয়েশন প্রস্তুত থাকবে। অঞ্চলভেদে মোতায়েন থাকবে কমান্ডো বাহিনী। ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য বাহিনীগুলোর মধ্যে আন্তঃসমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে সভায়। একজন নির্বাচন কশিনার বলেন, বর্তমান কমিশন ‘গোপনে কোনো নির্দেশনা দেবে না’ বলে উপস্থিত সবাইকে নিশ্চিত করেছে। সকল নির্দেশনা আইন ও বিধি অনুযায়ী প্রকাশ্যে দেওয়া হবে। সভায় বলা হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে ভোটার উপস্থিতি বাড়বে। সেজন্য নির্বাচন কমিশন ‘সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন ঘিরে কিছু অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে সভায় আশঙ্কা করা হয়। যেমনÑ প্রতিপক্ষের ওপর হামলা, পরাজিত প্রার্থীর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, নির্বাচনে অনিয়মের চেষ্টা, নির্বাচনি সচ্ছ্বতা নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা, ইত্যাদি। সভায় সিদ্ধান্ত হয়, এসব পরিস্থিতিতে যিনি কাছে থাকবেন তাকেই দ্রুত সাড়া দিতে হবে। সকল কাজে নিরপেক্ষতা ও শক্ত অবস্থান বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরে সমন্বয় প্রয়োজন। মাঠ পর্যায়ে বাহিনীগুলো কার কমান্ডে থাকবে তা আলোচনা করে ঠিক করা হবে। ইসি বলছে, সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকানোর পাশাপাশি এএই ব্যবহার নিয়ে জটিলতা এড়াতে আগাম প্রস্তুতি নিতে হবে। শুরুতেই অপরাধ দমন করা গেলে নির্বাচনি পরিবেশ সুষ্ঠু হবে। মানুষের ভয়েস ক্লোন করে ভুয়া প্রচার কিংবা চরিত্র হননের ঘটনা যাতে না ঘটতে পারে, সেজন্য প্রস্তুতি নিতে হবে। কমিশন বলেছে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসা এবং সংরক্ষিত পোস্টাল ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে। তেমন ক্ষেত্রে যে কোনো ঝুঁকি মোকাবেলায় বাহিনীগুলোকে প্রস্তুত থাকতে বলা হয় সভায়। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “থ্রেট অ্যাসেসমেন্ট করে ডেপ্লয়মেন্ট প্ল্যান করতে হবে। রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত করে পরিকল্পনা করতে হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে, এজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” আলোচনায় সিদ্ধান্ত সমূহ >> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত, সুপারিশ ও প্রস্তাবগুলো লিখিতভাবে কমিশনকে দিকে হবে। >> নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাহিনীগুলোকে নিরাপত্তা পরিকল্পনা যথা সময়ে পাঠাতে হবে। >> হুমকি বিবেচনা করে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করতে হবে। রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত করে পরিকল্পনা সাজাতে হবে। >> জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে পরিবর্তন আসতে পারে। বিষয়টি সমন্বয় করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। >> গোয়েন্দা তথ্যসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়মিত সংগ্রহ করতে হবে এবং প্রাপ্ত তথ্য কমিশনকে নিয়মিতভাবে জানাতে হবে। প্রয়োজনে বাহিনীগুলোর মধ্যেও গোয়েন্দা তথ্য বিনিময় করা যাবে।
>> নির্বাচনের আগে কিছু ‘অস্বাভাবিক’ পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেজন্য বাহিনীগুলোকে আগাম সর্তকতামূলক পদক্ষেপ নিতে হবে। >> যে কোনো ধরনের অপতৎপরতা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। >> নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে সকলকে এখন থেকেই কাজ করতে হবে। >> যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যে বাহিনী ঘটনাস্থলের কাছে থাকবে, তাদেরই সর্বপ্রথম সাড়া দিতে হবে। >> সক্ষমতা ও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, সামাজিক মাধ্যম ও নির্বাচনে এআই এর ব্যবহার বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। >> নারীদের প্রতি সাইবার বুলিং প্রতিরোধ, সংখ্যালঘু ও জঙ্গি হুমকি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। >> মানুষের ভয়েস ক্লোন করে বা চরিত্র হননের ঘটনা ঘটতে পারে, তা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। >> অপতথ্য প্রতিরোধে নিয়মিত ও দ্রুততার সঙ্গে ‘ভালো’ তথ্য সরবরাহ করতে হবে। >> অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, তফসিল ঘোষণার পর থেকে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করা, প্রয়োজনে সীমান্ত ও সমুদ্র পথ সিল করা, বৈধ অস্ত্র জমা নেওয়ার পদক্ষেপ নিতে হবে। >> নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নাশকতা ঘটনা ঘটতে পারে, তা প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। >> তফসিল ঘোষণার পর থেকে বিদেশি নাগরিকদের তালিকা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। >> কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। >> পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নিয়েও ‘স্যাবোটাজ’ ঘটতে পারে, যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসা ও সংরক্ষিত পোস্টাল ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। >> বাহিনীর যেসব সদস্য দীর্ঘদিন একই স্থানে দায়িত্বরত, নির্বাচনের আগে তাদের বদলির ব্যবস্থা নিতে হবে। >> অধিক ঝুকিঁপূর্ণ, ঝুকিঁপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র শনাক্ত করে যথাসময়ে কমিশনে তালিকা দাখিল করতে হবে।
>> আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনছে ইসি।
Leave a Reply